ইসলামাবাদ: দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে অটারী-ওয়াঘা সীমান্ত খুলে দিল পাকিস্তান। শুক্রবার সকাল থেকে ভারতে আটকে থাকা পাকিস্তানি নাগরিকেরা সীমান্ত পেরিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এই সীমান্ত অচলাবস্থা তৈরি হয়েছিল।
সীমান্ত সংকট
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাক নাগরিকদের ভিসা বাতিল করে জানিয়ে দেওয়া হয়, ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে। সেই অনুসারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানি নাগরিকেরা পঞ্জাবের অটারী সীমান্তে পৌঁছান। কিন্তু ওই সময় সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। ফলে সীমান্তের দু’পাশেই বহু মানুষ, যাঁদের মধ্যে শিশু, মহিলা, প্রবীণ সকলেই ছিলেন—তাঁরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
অবশেষে ২৪ ঘণ্টা চুপ থাকার পর শুক্রবার পাকিস্তান নিজেদের নাগরিকদের ফেরত নিতে সীমান্ত খুলে দেয়। সীমান্তে অপেক্ষারত এক পাক যুবক জানান, ‘‘আমি মাকে নিয়ে হরিদ্বারে এসেছিলাম তীর্থ করতে। ভিসা ছিল ৪৫ দিনের, কিন্তু তার আগেই ফেরার নির্দেশ আসে। আজ সকালে সীমান্তে এসে দেখি গেট বন্ধ, গভীর হতাশায় পড়েছিলাম।’’
য়াঘা সীমান্ত পরাপার Attari Wagah Border Reopened
একই সময়, পাকিস্তানেও থাকা ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে তাদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের অনেকেই গত কয়েক দিনে ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতে ফিরেছেন। দুই দেশের মধ্যে এই যাতায়াতকে ঘিরে সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে প্রশাসন।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এর পর থেকেই ভারত-পাক সম্পর্ক আরও তলানিতে ঠেকে। ভারত স্থগিত করেছে সিন্ধু জলবণ্টন চুক্তি। বাতিল করেছে পাকিস্তানের উপর দিয়ে ভারতীয় বিমান চলাচলের অনুমতি। একই ভাবে পাকিস্তানও ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করেছে।
সীমান্ত পরিস্থিতির দ্রুত অবনতি ও নাগরিকদের দুর্ভোগ দুই দেশের সম্পর্কের অবনতিরই প্রতিচ্ছবি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
Bharat: Pakistan reopens Attari-Wagah border after closure due to tension following Pahalgam terror attack. Stranded Pakistani citizens in India begin returning. Reciprocal visa cancellations affected travel.