মণিপুরে Assam Rifles-এর ট্রাকের উপর হামলা, মৃত ২ জওয়ান

ইম্ফল: অসম রাইফেলস (Assam Rifles) জওয়ানদের উপর হামলা। দুষ্কৃতির গুলিতে নিহত দুই জওয়ান। শুক্রবার ঘটনাটি ঘটেছে মণিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বোল থানার নাম্বোল সাবাল লেইকাই-এর কাছে।…

ইম্ফল: অসম রাইফেলস (Assam Rifles) জওয়ানদের উপর হামলা। দুষ্কৃতির গুলিতে নিহত দুই জওয়ান। শুক্রবার ঘটনাটি ঘটেছে মণিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বোল থানার নাম্বোল সাবাল লেইকাই-এর কাছে। জানা গিয়েছে সেনা সনভয়ের উপর আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতিরা। হামলায় দুই জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু এবং অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এদিন বিকেল ৫.৫০ মিনিট নাগাদ ইম্ফল থেকে অসম রাইফেলসের ৩৩ জন জওয়ান বিষ্ণুপুর যাচ্ছিলেন। তখনই সেনাবাহিনীর ট্রাকের উপর এলোপাথাড়ি গুলি চালানো শুরু হয়। ঘটনায় আহত জওয়ানদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh) এই হামলার তীব্র নিন্দা করেছে বলেছেন, “রাজ্যের উপর এটি নিষ্ঠুর আক্রমণ। নাম্বোল সাবাল লেইকাই-এর কাছে ৩৩ জন অসম রাইফেলসের জওয়ানের উপর হামলার ঘটনায় আমি বাকরুদ্ধ।”

   

Advertisements

এক্স-এ পোস্ট করে তিনি মৃত দুই জওয়ানের আত্মার শান্তিকামনা করেছেন। সেইসঙ্গে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ঘটনার পরেই তদন্ত অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। কারা এবং ঠিক কতজন এই হামলার সঙ্গে জড়িত ছিল তার তদন্ত করা হচ্ছে।

বলা বাহুল্য, ২০২৩ সালে শুরু হওয়া কুকি এবং মেইতেই জনজাতির ভয়ংকর সংঘর্ষে মণিপুরের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ছিল। শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে এখনও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। কয়েকদিন আগেই মণিপুরে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই অসম রাইফেলস জওয়ানদের উপর এই হামলায় প্রশাসনের কপালে ফের ভাঁজ পড়েছে।