মোদীর মন কি বাত অনুষ্ঠানে হামলা, পলাতক বিজেপি নেতৃত্ব, বাম কটাক্ষ কর্মফল!

এমন হবে কে জানত! খোদ বন্ধুদের হাতে আক্রান্ত বিজেপি নেৃতৃত্বরা পালালেন। পড়ে থাকল বিস্তর বাইক। রেডিওতে তখন মোদীর গমগমে ভাষণ শোনার আর কেউ নেই। ভয়াবহ…

Tripura

এমন হবে কে জানত! খোদ বন্ধুদের হাতে আক্রান্ত বিজেপি নেৃতৃত্বরা পালালেন। পড়ে থাকল বিস্তর বাইক। রেডিওতে তখন মোদীর গমগমে ভাষণ শোনার আর কেউ নেই। ভয়াবহ পরিস্থিতি বিজেপি শাসিত রাজ্যে। হামলায় অভিযুক্ত সরকারের শরিক দল।

ঘটনা ত্রিপুরার খোয়াই জেলার আশারাম বাড়ি। এখানে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠানে হামলা চালানোয় অভিযুক্ত সরকারের শরিকদল তিপ্রা মথা। উপজাতি দলটির সমর্থকদের বিরুদ্ধে হামলার ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল সিপিআইএম।

   

হামলায় অনেক বিজেপি কর্মী, নেতা আহত, বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় শাসকদলের অন্দরে তীব্র আতঙ্ক। খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা হতবাক। জানা যাচ্ছে তিনি বিষয়টি নিয়ে তার দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন। তিপ্রা মথার প্রধান রাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সঙ্গে বিজেপি শীর্ষ নেতারা কথা বলবেন।

গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় পরপর দুবার ক্ষমতা ধরে রাখে বিজেপি। প্রথমে বিরোধী দল হয়েছিল তিপ্রা মথা। পরে দলটি সরকারের শরিক হয়। এরপর ফের বিরোধী দল হয় সিপিআইএম। তবে সরকার পরিচালনা নিয়ে মথা ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব বেড়েছে। বিশেষত পার্বত্য ত্রিপুরায় তিপ্রা মথার সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপি।

Advertisements

শরিকদলের হাতে বিজেপি নেতাদের মার খাওয়ার ঘটনাকে কটাক্ষ করে ‘কর্মফল’ বলেছে বিরোধী দল সিপিআইএম। বিরোধী দলনেতা ও সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী বলেছেন, “প্রকাশ্য হোক বা ঘরোয়া, শাসক হউন বা বিরোধী, মিত্র দলের হোক বা অমিত্র – অন্য রাজনৈতিক দলের কর্মসূচির উপর হামলা একটি চরম বর্বরতা, অগণতান্ত্রিক এবং নিন্দনীয়।”

এদিকে অভিযোগ, বিপুল উন্নয়নের কথা বললেও কিছুই হয়নি। উপজাতি এলাকায় খাদ্য ও পানীয় জলের সংকট বেড়েছে। কর্মসংস্থানের ব্যবস্থা নেই। বিদ্যুতের স্মার্ট মিটার বসানো নিয়ে বিতর্ক প্রবল। এই মিটারে অতিরিক্ত খরচের ভুরিভুরি অভিযোগ। ফলে শাসকদল ছাড়ার হিড়িক। বাগবাসা, শান্তিরবাজার, আমবাসা, নলছড়, সাব্রুমসহ বিভিন্ন এলাকা থেকে বিজেপি ও তিপ্রা মথা ত্যাগ করে সিপিআইএমে যোগদান চলছে। রাজধানী আগরতলাসহ অন্যান্য জেলা ও মহকুমা শহরে চলছে বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করে বিরাট বিরাট বাম মিছিল।