বন্যা প্লাবিত মরুরাজ্য, টানা বৃষ্টিতে রাজস্থানে মৃত ২০

টানা বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি মরুরাজ্য রাজস্থানে (Rajasthan flood)। লাগাতার বৃষ্টিতে জলে ভাসছে রাজ্যের একাধিক শহর। আর টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে বলে…

Rajasthan flood situation.

টানা বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি মরুরাজ্য রাজস্থানে (Rajasthan flood)। লাগাতার বৃষ্টিতে জলে ভাসছে রাজ্যের একাধিক শহর। আর টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত শতাধিক।

সোমবার বৃষ্টি ও বন্যা পরিস্থিতির জেরে রাজস্থানের (Rajasthan flood) একাধিক শহরে বন্ধ রয়েছে স্কুল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জয়পুর, দউসা, সাওয়াই মাধোপুর, কারৌলির মতো শহরগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলমগ্ন রাস্তায় মুহুর্মুহু দুর্ঘটনা ঘটছে। এদিন এই জেলাগুলির সরকারি, বেসরকারি সমস্ত স্কুল বন্ধ রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, সোমবার রাজস্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

   

জেলে বসেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ১৫ অগস্ট দিল্লিতে তেরঙ্গা উত্তোলনের ভার দিলেন কাকে?

প্রশাসন সূত্রে খবর, শনিবার জয়পুরের কানোটা ড্যামে পাঁচজন ডুবে গিয়েছিলেন। রবিবার পর্যন্ত তল্লাশি চালিয়েও মেলেনি তাঁদের খোঁজ। সোমবারও তল্লাশি চালানো হবে। গোটা রাজ্যে গত এক সপ্তাহে মৃতদের মধ্যে সকলেই জলে ডুবে গিয়েছিলেন। সবচেয়ে বেশি ভরতপুর জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজধানী জয়পুরেও অবস্থা শোচনীয়।

প্রশ্ন ফাঁসের ষড়যন্ত্র হয়েছিল দমদম এয়ারপোর্টের পাশেই? মধ্যমগ্রামের তিনজনকে গ্রেপ্তার বিহার পুলিশের!

এদিকে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্যোগ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। তাতে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকেরা ছিলেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

Sumit Rathi: ৬ বছর কলকাতায় থেকেও কলকাতার চাপ সামলাতে পারলেন না সুমিত 

বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, “রাজ্যে ভারী বৃষ্টিপাতের বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে সোমবার আমি বৈঠক করছি, এবং অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।”