যাত্রী বোঝাই টেম্পো পড়ল অলকানন্দা নদীতে, মৃত কমপক্ষে ১৩ জন

দেশে ফের একবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলায় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল আজ শনিবার আজ। এক যাত্রী বোঝাই টেম্পো যাত্রী অলকানন্দা নদীতে…

acci যাত্রী বোঝাই টেম্পো পড়ল অলকানন্দা নদীতে, মৃত কমপক্ষে ১৩ জন

দেশে ফের একবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলায় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল আজ শনিবার আজ। এক যাত্রী বোঝাই টেম্পো যাত্রী অলকানন্দা নদীতে পড়ে গিয়েছে। দুর্ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত হয়েছেন ১৩ জন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুরুতর আহত ছয়জনকে পাঁচটি হেলিকপ্টারে করে ঋষিকেশ এইমসে নিয়ে যাওয়া হয়েছে। আর সাতজন হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, নয়ডার থেকে আসা ওই টেম্পো ট্রাভেলারে ২৬ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগ শহর থেকে পাঁচ কিলোমিটার এগিয়ে বদ্রীনাথ হাইওয়ের রতলির কাছে অলকানন্দা নদীতে পড়ে যায় টেম্পোটি। এদিকে খবর পেয়ে পুলিশ প্রশাসন, জেলা বিপর্যয় মোকাবিলা, ডিডিআরএফ-সহ অন্যান্য দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, রেললাইনে কাজ করা তিনজন তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, টেম্পো ট্র্যাভেলারের দুর্ঘটনার জেরে মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

   

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দলগুলি ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন বিদেহী আত্মাকে শান্তি দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপরিসীম কষ্ট সহ্য করার শক্তি দেন। বাবা কেদারের কাছে প্রার্থনা করি, আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, ‘এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফের দলগুলি ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং আহতদের সম্ভাব্য সমস্ত সহায়তা সরবরাহ করা হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’