নয়াদিল্লি: খুব শীঘ্রই দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিকে ভুয়া মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হবে৷ বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, আম আদমি পার্টি তাদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প- বিশেষ করে মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনার কথা ঘোষণা করার পর ভয় পেয়ে গিয়েছে বিজেপি৷ দিল্লির মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘‘সম্প্রতি ইডি, সিবিআই এবং আয়কর দফতরের কর্মকর্তারা বৈঠক সেরছেন৷ ওই বৈঠকে ‘উপর মহল’ থেকে অতীশিকে গ্রেফতার করার নির্দেশ এসেছে৷ পাশাপাশি আপ-এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিই অভিযান শুরু করা হবে।” (Atishi may arrest in fake case)
রাজনৈতিক প্রতিহিংসা Atishi may arrest in fake case
কেজরিওয়ালের দাবি, আপের কল্যাণমূলক প্রকল্পগুলিতে জনগণ যে ভাবে সাড়া দিয়েছে, তাতে আতঙ্কিত বিজেপি৷ সেই আতঙ্ক থেকেই তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নিতে চাইছে কেন্দ্রের শাসক দল৷
বিজেপি আপ-এর নির্বাচনী প্রচারকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর দাবি, খুব শীঘ্রই অতীশিকে “মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার’’ প্রকল্পের একটি মিথ্যা মামলায় গ্রেফতার করা হতে পারে। সেই সঙ্গেই তাঁর আশ্বাস, “আমি বেঁচে যতদিন বেঁচে থাকব, ততদিন মহিলাদের বিনামূল্যে বাস সফরের এই প্রকল্প বন্ধ হতে দেব না।’’
নোটিশ ঘিরে বিতর্ক Atishi may arrest in fake case
দিল্লি সরকারের দুটি দফতর সংবাদপত্রে একটি পাবলিক নোটিস জারি করাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত৷ ওই নোটিশে জানানো হয়েছিল, মহিলাসম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা “অস্তিত্বহীন”। নাগরিকরা যেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন।
এ প্রসঙ্গে অতীশি বলেন, কিছু অফিসারের উপর চাপ সৃষ্টি করে এই নোটিসগুলো ছাপিয়েছে বিজেপি। তাঁর কথায়, ‘‘আজ সংবাদপত্রগুলিতে যে নোটিস প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুল। ওই অফিসারদের বিরুদ্ধে প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে৷
মহিলাসম্মান যোজনা Atishi may arrest in fake case
এদিকে, আপ ইতোমধ্যে মহিলাসম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনার জন্য বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। কেজরিওয়াল এবং অতীশি নিজেও এই সপ্তাহে রাস্তায় নেমে নিবন্ধন প্রচারে অংশ নিয়েছেন।
হারাষ্ট্রের লাডলি বেহনা যোজনার আদলে তৈরি মহিলাসম্মান যোজনার অধীনে, যোগ্য মহিলাদের মাসিক ১,০০০ টাকা ভাতা দেওয়া হয়। কেজরিওয়ালের প্রতিশ্রুতি, আপ সরকার দিল্লিতে পুনরায় ক্ষমতায় এলে ২,১০০ টাকা করে দেওয়া হবে।
অপরদিকে, সঞ্জীবনী যোজনায় ৬০ বছর বা তার বেশি বয়সী দিল্লিবাসী বৃদ্ধদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই স্কিমে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে প্রবীণ নাগরিকদের চিকিৎসা খরচ সরকার বহন করবে।
Bharat: Arvind Kejriwal claims Delhi CM Atishi will be falsely arrested soon. He alleges BJP’s fear of AAP’s welfare schemes led to this. Kejriwal says ED, CBI, and IT officials have been instructed to arrest Atishi and target AAP leaders.