President Rule: ‘রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার’, দাবি মন্ত্রীর

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন মন্ত্রী আতিশি (Atishi)। আম আদমি পার্টি সরকারের মন্ত্রী আতিশির দাবি, মোদী সরকার দিল্লিতে রাষ্ট্রপতি শাসন (President Rule) জারির প্রস্তুতি নিচ্ছে।

আজ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যে তিনি জানতে পারছেন যে দিল্লিতে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দিল্লি সরকারের আধিকারিকরা বৈঠকে আসছেন না। শুক্রবার, ১২ এপ্রিল সাংবাদিক বৈঠকের মাধ্যমে আতিশি জানান, ‘২০ বছর আগের মামলায় বিভব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। দিল্লিতে অফিসারদের বদলি ও পদায়ন নেই। অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।’

   

দিল্লির মন্ত্রীর দাবি, ‘দিল্লির মানুষ আম আদমি পার্টিকে পছন্দ করেন। তবে দিল্লির নির্বাচিত কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় সরকার। গত কয়েকদিন ধরে দিল্লিতে কোনও উচ্চপদস্থ আধিকারিকের পোস্টিং নেই। অনেক বিভাগ খালি পড়ে আছে, যেখানে কর্মকর্তারা উপস্থিত থাকেন না। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরও কোনও কারণ ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখছেন যে সরকার কাজ করছে না। অযথা সরিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবকেও। দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তুতি চলছে বলেই ইঙ্গিত মিলেছে।’

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন