মমতার পর আরও এক মহিলা মু়খ্যমন্ত্রী

দেশে এবার জোড়া মহিলা মুখ্যমন্ত্রী। মমতার পর আরও এক মহিলা মুখ্যমন্ত্রী! নতুন মু়খ্যমন্ত্রীর নামে শিলমোহর পড়ে গেল। দিল্লি সরগরম। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর উত্তরসূরি…

breaking-News-kolkata24x7

দেশে এবার জোড়া মহিলা মুখ্যমন্ত্রী। মমতার পর আরও এক মহিলা মুখ্যমন্ত্রী! নতুন মু়খ্যমন্ত্রীর নামে শিলমোহর পড়ে গেল। দিল্লি সরগরম।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর উত্তরসূরি হিসেবে শিক্ষামন্ত্রী আতিশি মারলেনা সিংকে বেছে নিয়েছেন। সুষমা স্বরাজ ও শীলা দীক্ষিতের পর তিনি দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। এদিনই কেজরিওয়াল পদত্যাগ করবেন। এরপর শপথ নেবেন অভিশি।

   

মঙ্গলবার সকাল 11:20 টায় কেজরিওয়ালের বাসভবনে শুরু হওয়া আম আদমি পার্টির (AAP) বিধানসভা সংস্থার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে বিকেল সাড়ে ৪টায় লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার কেজরিওয়াল ঘোষণা করেছিলেন যে তিনি দু দিন পরে শীর্ষ পদ থেকে পদত্যাগ করবেন এবং জোর দিয়েছিলেন যে তিনি তখনই মুখ্যমন্ত্রী হিসাবে ফিরে আসবেন যখন লোকেরা তাকে “সততার শংসাপত্র” দেবে।

দিল্লিতে টানা তিন দফায় আম আদমি সরকার চলছে। লোকসভা ভোটের আগে কেজরিওয়ালের বিরুদ্ধে আবগারি দুর্নীতির অভিযোগ আনা হয়। তিনি জেলে যান। জেল থেকেই সরকার চালিয়েছেন। বলেছিলেন সব মোদী সরকারের চক্রান্ত। সম্প্রতি জামিন পেয়েছেন কেজরিওয়াল। এরপর তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার বার্তা দেন।