Uttarkashi: শেষ পর্যায়ে উদ্ধারকাজ, অ্যাম্বুলেন্স গেল গুহার ভিতরে

উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ।  ভেতরে ঢুকলেন উদ্ধারকারীরা, তৈরি গ্রিন করিডরও। আটকে থাকা শ্রমিকদের বের করে দ্রুত হাসপাতালে পাঠানো হবে। সিল্কিয়ারা টানেলের মুখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আছেন। তিনি নিজে তদারকি করছেন।

Advertisements

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা-বারকোট টানেলের একটি অংশ ১২ নভেম্বর ধসে পড়ার পর দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করার প্রচেষ্টায শেষের মুখে।

   

৪১ জন কর্মীকে যে কোন সময় বের করে আনা হতে পারে। টানেল গেটে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এনডিআরএফ এবং এসডিআরএফের দলগুলি সুড়ঙ্গের ভিতরে পৌঁছেছে। সুড়ঙ্গের কাছে চিকিৎসকের দলও রয়েছে। সব ম্যানুয়াল ড্রিলিং সম্পন্ন হয়েছে। ৪১ জন কর্মীকে যে কোন সময় বের করে আনা হতে পারে।

Advertisements

গত ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাদের উদ্ধারে দফায় দফায় অভিযান হয়েছে। আনা হয়েছিল বিদেশি যন্ত্রও। বারে বারে সামনে এসেছে বিভিন্ন বাধা। পাল্টা কৌশলও নিয়েছেন উদ্ধারকারীরা। উল্লম্বভাবে খোঁড়াখুঁড়ির পাশাপাশি ড্রিফট ড্রিলিং টেকনোলজিতে ছোট ছোট গর্তও খুঁড়ে পথ তৈরি করেছেন উদ্ধারকারীরা। এই ব়্যাট-হোল প্রযুক্তির মাধ্যমেই অবশেষে সাফল্য মিলল বলে মনে করা হচ্ছে।