শেষ হয়েছে লোকসভা ভোট। এবার ২০২৪ সালে বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোট (Assembly elections) অনুষ্ঠিত হবে। কোন কোন রাজ্যে কবে ভোট হবে সেই নিয়ে আজ শুক্রবার সাংবাদিক বৈঠকে বসে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করেন। আর এই বৈঠকে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় কবে ভোট হবে তা ঘোষণা হয়ে গেল
জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন তিন দফায় অনুষ্ঠিত হবে, ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। অন্যদিকে হরিয়ানায় ১ অক্টোবর ৯০ আসনে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে বলে জানাল কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “বিধানসভা নির্বাচন তিন দফায় হবে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ভোট। ভোট গণনা হবে ৪ অক্টোবর।”
ভোট গণনা ৪ অক্টোবর ও হরিয়ানায় ভোট হবে বিশেষ নজর রয়েছে জম্মু ও কাশ্মীরের ওপর। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সম্প্রতি কমিশনের প্রতিনিধি দলও উপত্যকা সফর করেছে।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘লোকসভা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা সারা বিশ্বে আলোচিত হয়েছে। লোকসভা ভোটে অনেক রেকর্ড তৈরি হয়েছে। তবে এবার বিধানসভা ভোটের পালা।’ রাজীব কুমার বলেন, ‘লোকসভা নির্বাচনে কাশ্মীর উপত্যকার মানুষ দেখিয়ে দিয়েছেন যে তারা ছবিটা বদলাতে চান। তিনি নির্বাচনে অংশ নিতে চান।’
কমিশন জানায়, জম্মু ও কাশ্মীরে মোট ১১৮৩৮টি পোলিং স্টেশন থাকবে। বরাবরের মতো এবারও থাকবে পৃথক মহিলা ভোটকেন্দ্র। জম্মু ও কাশ্মীরে ৩৬০টি মডেল পোলিং স্টেশন তৈরি করা হবে এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অন্যদিকে হরিয়ানার ৯০টি আসনেই নির্বাচন হবে।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “হরিয়ানায় মোট ৯০টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৭৩টি সাধারণ, এসসি -১৭ এবং এসটি -০। হরিয়ানায় মোট ২.০১ কোটি ভোটার রয়েছেন, যার মধ্যে ১.০৬ কোটি পুরুষ, ০.৯৫ কোটি মহিলা, ৪.৫২ লক্ষ প্রথমবার ভোটার এবং ৪০.৯৫ লক্ষ তরুণ ভোটার। হরিয়ানার ভোটার তালিকা ২৭ আগস্টে প্রকাশিত হবে।”
যদিও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করল না কমিশন। জম্মু-কাশ্মীর এবং হরিয়ানার পাশাপাশি মহারাষ্ট্রে নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল।
Assembly Elections in Jammu and Kashmir | Chief Election Commissioner Rajiv Kumar says, “Assembly Elections will be held in three phaseS; voting on September 18th, September 25th, and October 1st. Counting of votes will take place on October 4” pic.twitter.com/g4eqB62jjh
— ANI (@ANI) August 16, 2024