গরমে হাঁসফাঁস অবস্থা! চিড়িয়াখানায় প্রাণীদের জন্য কুলার-এসি, বাঘের জন্য বড় বাথটাব

Assam: অসমে তীব্র দাবদাহে মানুষ থেকে পশু, সকলেরই জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়তে থাকা তাপমাত্রায় পশু-পাখিদের জন্য চিন্তিত অসম স্টেট চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ।…

Tiger

Assam: অসমে তীব্র দাবদাহে মানুষ থেকে পশু, সকলেরই জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়তে থাকা তাপমাত্রায় পশু-পাখিদের জন্য চিন্তিত অসম স্টেট চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ। কীভাবে তাদের ভাল রাখা যায়, তাই নিয়েই আলোচনায় সকলে।

চিড়িয়াখানার প্রধান পশুপালক রজনী কান্ত ডেকা জানিয়েছেন যে গরম থেকে বাঁচতে প্রাণী কল্যাণে বিভিন্ন ধরণের উপায় অবলম্বন করা হয়েছে। তিনি জানিয়েছেন যে বাঘেদের জন্য একটি বড় বাথটাব বা স্নানের জায়গা বানানো হয়েছে। রাজ্য চিড়িয়াখানায় মোট ৭টি বাঘ রয়েছে। প্রত্যেক বাঘের খাঁচার বাইরে একটি করে ইলেকট্রিক পাখার ব্যবস্থা করা হয়েছে। রজনী কান্ত আরও জানান যে এছাড়াও পশু পাখিদের জন্য এয়ার কুলার এবং এয়ার কন্ডিশনার এবং শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে।

   

শুধু বাঘ নয়, ইলেকট্রিক ফ্যান, কুলার, এবং উন্নত জলবিদ্যুৎ-এর সুবিধা অন্যান্য পশুরাও পাচ্ছে। ডেকা জানান সে বর্তমানে সব প্রাণী ভাল আছে এবং তীব্র গরম সত্তেও তাদেরকে প্রতিদিন খেতে দেওয়া হচ্ছে।

Assam Zoo

Advertisements

ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি জানিয়েছে যে গুয়াহাটিতে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে। সঙ্গে থাকছে অল্প সময়ের জন্য বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা।

যখন একদিকে তীব্র গরমের সঙ্গে লড়ছে চিড়িয়াখানা, তখন শহরের অন্যান্য প্রান্তে চলছে মুষলধারে বৃষ্টি। অবিরাম বৃষ্টির ফলে দেখা দিয়েছে জল জমার সমস্যাও। এক নাগাড়ে বৃষ্টির জেরে গুয়াহাটির একাধিক জায়গায় ব্যাহত পরিবহণ ব্যবস্থা এবং দৈনন্দিন জনজীবন।