Assam: ব্রহ্মপুত্রে ডুবে গেল নৌকা, বহু যাত্রী নিখোঁজ

বিশাল ব্রহ্মপুত্র নদ গিলে নিল বহু যাত্রীকে। উৎসবের আগে অসমের ধুবুড়িতে মর্মান্তিক পরিস্থিতি।

  • বিশাল ব্রহ্মপুত্র নদ গিলে নিল বহু যাত্রীকে।
  • উৎসবের আগে অসমের ধুবুড়িতে মর্মান্তিক পরিস্থিতি।
  • ফুঁসছে ব্রহ্মপুত্র। উদ্ভারে নেমেছে SDRF

উৎসবের আগেই মর্মান্তিক নৌ দুর্ঘটনা (Assam) অসমে। ব্রহ্মপুত্র নদে ডুবে গেল নৌকা। চোখের সামনে সেই নৌকা তলিয়ে যেতে দেখলেন তীরে থাকা অনেকে। এই নৌ দুর্ঘটনায় (Boat accident)l  বহু যাত্রী নিখোঁজ। ঘটনাস্থল ধুবুড়ি (Dhuburi) জেলা।

সম্প্রতি ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে বাংলাদেশে। প্রতিবেশি দেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় মহালয়ার দিন করতোয়া নদীতে হয় নৌকাডুবি। ১৩ শিশু সহ কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে নিখোঁজ।

   

বাংলাদেশের ভয়াবহ নৌ দুর্ঘটনার পর এবার অসমের নৌকাডুবির ঘটনা ঘটল। ধুবড়িতে ডুবে যাওয়া নৌকাটিতে কমপক্ষে ৫০ জন ছিলেন। কয়েকজন কোনওরকমে সাঁতরে তীরে উঠেছেন।

নৌকাডুবির খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ(SDRF) কর্মীরা। ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজে আনা হয়েছে ক্রেন। উদ্ধারকারীরা কয়েকটি নৌকা নিয়ে চালাচ্ছেন তল্লাশি।

বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র ফু়ুঁসছে। এই অবস্থায় নৌকা করে যাত্রী পারাপার করতে গিয়েই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। ধুবুড়ি জেলা প্রশাসন ও এসডিআরএফ কর্মকর্তারা দূর্ঘটনাস্থলে আছেন।

তবে নৌকা ডুবে যাওয়ার ভিডিও দৃশ্যে দেখা যাচ্ছে গুটিকয়েক যাত্রী সাঁতরে তীরের দিকে আসতে পেরেছেন। বাকি যাত্রীরা নৌকার সঙ্গে তলিয়ে গেছেন ব্রহ্মপুত্র নদে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন