লোকসভা ভোটের আর হাতেগোনা কয়েকটা দিন বাকি থাকতে ফের একবার নতুন করে কংগ্রেস (Congress) দলে ধস নামল। মূলত লোকসভা ভোটের টিকিট না পেয়ে অভিমানীদের সংখ্যা বাড়ছে। ফলে এবার দল ছাড়লেন আরও এক হেভিওয়েট। দল থেকে ইস্তফা দিলেন আসামের কংগ্রেস বিধায়ক ভরত চন্দ্র নারাহ।
অসমের কংগ্রেস বিধায়ক ভরত চন্দ্র নারাহ রবিবার রাজ্যে দলের মিডিয়া সেলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। সেইসঙ্গে দলের সদস্যপদ থেকেও ইস্তফা দিলেন। তিনি ইতিমধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
লখিমপুর সংসদীয় আসন থেকে তাঁর স্ত্রী রানী নারাহকে দলীয় টিকিট না দেওয়ার একদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাক্তন সাংসদ তথা ইউপিএ ২-এর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রানী শনিবার মনোনয়ন দৌড়ে হেরে যান উদয়শঙ্কর হাজারিকার কাছে, যিনি ডিসেম্বরে ক্ষমতাসীন দল বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
ছয়বারের বিধায়ক তথা প্রাক্তন রাজ্যের মন্ত্রী ভরত নারাহ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরাহকে লেখা এক পারা পদত্যাগপত্রে বলেছেন, তিনি মিডিয়া বিভাগের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তিনি গণমাধ্যম বিভাগের কো-চেয়ারম্যান মেহেদী আলম বোরা ও ভাইস চেয়ারম্যান বেদাব্রত বোরার কাছে তার পদত্যাগপত্রের কপি জমা দেন।
Assam Congress MLA Bharat Chandra Narah tenders his resignation from the party. pic.twitter.com/3aauZNQFYm
— ANI (@ANI) March 25, 2024