৯.৩ লক্ষ মানুষ নতুন করে পাবেন আধার কার্ড, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আধার কার্ড (Aadhaar Card) নিয়ে এবার বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন তাতে করে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন বলে খবর।…

aadhaar-kyc

আধার কার্ড (Aadhaar Card) নিয়ে এবার বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন তাতে করে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন বলে খবর।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে যাঁরা বায়োমেট্রিক দিয়েছেন, তাঁদের আধার কার্ড দেওয়ার জন্য ইউআইডিএআই-কে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে ইউআইডিএআই পরিচালনার জন্য কেন্দ্রকে ৯৩৫৬৮২ মানুষের জীবনকে আরও সহজ করে তোলার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

   

মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামে ৯৩৫৬৮২ আধার কার্ড বিতরণ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তারা ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বায়োমেট্রিক দিয়েছে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে এনআরসির সঙ্গে কোনও সম্পর্ক নেই।’ হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, রাজ্য সরকার গত দু’বছর ধরে মানুষের কাছে আধার কার্ড পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি দেখার জন্য একটি মন্ত্রিসভা উপ-কমিটি গঠন করেছি এবং বিভিন্ন সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। গত দুই বছর ধরে আমরা ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। ২৯ জুলাই রাজ্য সরকার কেন্দ্রকে সেই লোকদের আধার কার্ড দেওয়ার জন্য অনুরোধ করে। সেদিন কেন্দ্র ইউআইডিএআইকে ওই ব্যক্তিদের আধার কার্ড দেওয়ার নির্দেশ দেয়।’

রাজ্যে সিএএ-এনআরসি লাগু হওয়ার মধ্যেই মানুষকে আধার কার্ড দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বর্ষীয়ান নেতা চম্পেই সোরেন বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ অগস্ট বিজেপিতে যোগ দেবেন তিনি।