বাল্যবিবাহ রুখতে মুসলিম বিবাহ রেজিস্ট্রশন বাধ্যতামূলক করা হচ্ছে। ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
অসমের মন্ত্রিসভায় অসম কমপালসরি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এন্ড ডিভোর্স বিল নামের ওই বিলটির খসড়া প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। বিধানসভার বসন্তকালীন অধিবেশনে ওই বিলটি পেশ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই বিলটি আইনে পরিণত হলে সব মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশন মুসলিম বিবাহ আইনে কোনও কাজির কাছে হবে না। রেজিস্ট্রেশন করাতে হবে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে।
এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা! তিরুঅনন্তপুরম বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড
কীভাবে বাল্যবিবাহ রুখবে এই আইন? হিমন্ত জানিয়েছেন, নতুন আইনে সব বিয়ে রেজিস্ট্রার করা বাধ্যতামূলক। কিন্তু ১৮ বছরের কমবয়সী কারও বিবাহ রেজিস্ট্রার করা যাবে না। সরকারি সূত্র বলছে, এই পদক্ষেপ করা হচ্ছে মূলত বাল্যবিবাহ বন্ধ করা এবং সব বিবাহকে আইনসিদ্ধ করার লক্ষ্যে।
মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছেন, এটা প্রাথমিক ধাপ। আগামী দিনে উত্তরপ্রদেশের ধাঁচে অসমেও ‘লাভ জেহাদ’ রুখতে কড়া আইন আনা হবে। তাতে লাভ জেহাদে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাবাসের আইন থাকবে। আগামী দিনে ভিনধর্মে জমি বিক্রি বা দান করা রুখতেও নতুন আইন আনা হবে।