অসমে সেনা শিবিরে গ্রেনেড হামলা, আহত তিন জওয়ান

Assam Army Camp Grenade Attack

গুয়াহাটি: অসমের তিনসুকিয়া জেলার কাকোপথারে সেনা শিবিরকে লক্ষ্য করে গ্রেনেড হামলা৷ বৃহস্পতিবার গভীর রাতে হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে গুলির শব্দ ও বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।

মধ্যরাতে হামলা

প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যরাতের কিছু পর ভারতীয় সেনার ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিটের শিবিরের দিকে একাধিক গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে অন্তত তিনজন সেনা জওয়ান আহত হন। আহতদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

   

ঘটনার পর সেনা ও পুলিশ যৌথভাবে কাকোপথার ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। সাধারণ মানুষের চলাচল আপাতত সীমিত করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে হামলাকারীদের খোঁজে।

হামলার দায় স্বীকার করেনি কেউ

সূত্রের খবর, আক্রমণে ব্যবহার করা হয়েছে সন্দেহে একটি ট্রাক পরে উদ্ধার করা হয় অরুণাচল প্রদেশের তেনগাপানি অঞ্চলে। গাড়িটি জব্দ করে তদন্ত শুরু হয়েছে।

এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা সংস্থাগুলির প্রাথমিক ধারণা, উলফা (স্বাধীন) গোষ্ঠী এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। অতীতে ওই সংগঠন একই এলাকায় সেনা টহলে হামলার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

রাজ্য প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে কাকোপথার ও তার আশপাশে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন