মুম্বই: এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের বিরোধিতায় রবিবার সকাল থেকেই রাজ্যজুড়ে প্রতিবাদ জানিয়েছে শিবসেনা(ইউবিটি)। “সিঁদুর প্রতিবাদে” প্রধানমন্ত্রীকে পাঠানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে সিঁদুর সংগ্রহ করেছেন দলের মহিলা কর্মীরা। এবার টিভি সেট ভেঙে প্রতিবাদ জানালেন শিবসেনা (ইউবিটি) নেতা আনন্দ দুবে। ২২ এপ্রিল পহেলগামে নৃশংস জঙ্গি হামলার পরেও পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলা “সমগ্র দেশের আবেগে আঘাত” বলে সরব উদ্ভব ঠাকরের দল।
এদিন আনন্দ দুবে টিভি ভেঙে বিক্ষোভ প্রদর্শনের সময় দলীয় কর্মীরা স্লোগান তোলেন, “আমরা ক্রিকেটের বিরোধী নয়, তবে পাকিস্তানের বিরোধী”। তারপর টিভি সেট আছড়ে তা ভেঙে চুরমার করে দেওয়া হয়। শিবসেনা (Shiv Sena UBT) নেতা দুবে বলেন, “টিভি সেট ভেঙে মানুষকে বার্তা দিতে চাইছি, যে আপনারা এই ম্যাচ দেখবেন না। পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, বয়কট করুন। আমরা বিসিসিআই (BCCI) এবং আইসিসি (ICC)-কেও বার্তা দিতে চাই যে ১৪০ কোটি মানুষের আবেগ নিয়ে খেলা আপনাদের ঠিক হলনা”।
সেইসঙ্গে, এই ম্যাচের বিরোধিতা করার জন্য ভারতের ক্রিকেটারদের কাছেও আবেদন জানান আনন্দ দুবে। তিনি বলেন, “আপনারা যদি সত্যিই দেশপ্রেমী হন, তাহলে এই ম্যাচ বয়কট করুন। চার্টার প্লেনে চড়ে দেশে ফিরে আসুন। আমরা আপনাদের কাঁধে তুলে স্বাগত জানাব। কিন্তু আপনারা এই ম্যাচ খেললে বয়কট কড়া হবে। কারণ দেশের থেকে বড় আর কিচ্ছু না”।
BCCI-কে উদ্ভবের তোপ
এর আগে ভারতের ক্রিকেট বোর্ডকে “দেশবিরোধী” বলে কটাক্ষ করেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে খেলায় এত উৎসাহ কিসের? যদি পাকিস্তান ভারতে হওয়া এশিয়া কাপ বয়কট করতে পারে, তাহলে এখন বিসিসিআই কেন তা করতে পারছে না? মুনাফার জন্য নাকি খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার জন্য এই ম্যাচে সম্মতি দেওয়া হল?”
বিরোধীদের কটাক্ষ
শিবসেনা ছাড়াও এনসিপি (শরদ পাওয়ার)ও বিসিসিআই সহ বিজেপি সরকারের “এটি কূটনৈতিক হার” বলে মন্তব্য করেছে। পাশাপাশি, কংগ্রেস মুখপাত্র সচীন সাওয়ান্ত বলেন, “পহেলগামে মৃত ২৬ জন পরিবারের প্রতি ঘোরতর অপমান।”