Asia Cup: “বোরখা পরে IND-PAK ম্যাচ দেখবে আদিত্য ঠাকরে!” কটাক্ষ মহা-মন্ত্রীর

মুম্বই: রবিবার আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা Asia Cup-এর ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শুক্রবার ২২ এপ্রিল পহেলগাম জঙ্গি হামলার পরও কেন এই…

Asia Cup: "বোরখা পরে IND-PAK ম্যাচ দেখবে আদিত্য ঠাকরে!" কটাক্ষ মহা-মন্ত্রীর

মুম্বই: রবিবার আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা Asia Cup-এর ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শুক্রবার ২২ এপ্রিল পহেলগাম জঙ্গি হামলার পরও কেন এই ম্যাচের সম্মতি দেওয়া হল এই নিয়ে কেন্দ্র সরকার সহ ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছিল শিবসেনা। তার পাল্টা জবাবে মহারাষ্ট্রের বন্দর উন্নয়ন মন্ত্রী নীতিশ রাণে বললেন, “বোরখা পরে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখবেন আদিত্য ঠাকরে”।

তাঁর কটাক্ষ, উনি যদি বোরখায় মুখ ঢেকে কথা বলেন, তাহলে কেউ বুঝতে পারবেন না যে উনি আদিত্য ঠাকরে”। বস্তুত, পহেলগাম হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত করা নিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন রক্ত এবং জল একসাথে বইতে পারে না। এই নিয়ে শুক্রবার শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ভব ঠাকরে বলেন, “তাহলে ক্রিকেট এবং যুদ্ধ কিভাবে একসাথে হতে পারে!” বলে একাধারে কেন্দ্র সরকার এবং ভারতের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দাগেন উদ্ভব।

   

রবিবার এই নিরিখে মহারাষ্ট্র জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে শিবসেনা (UBT)। শনিবার একটি সাংবাদিক বৈঠকে উদ্ভব বলেন, এই ম্যাচ বয়কটের মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া যাবে যে ভারত কোনভাবেই সন্ত্রাসের সঙ্গে আপোষ করবে না। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে শিবসেনা (UBT) প্রধান বলেন, “দেশভক্তি নিয়েও এরা ব্যবসা শুরু করেছে। ক্রিকেট ম্যাচের মাধ্যমে এই দেশভক্তি প্রদর্শনের পেছনে ব্যবসায়িক স্বার্থ রয়েছে। আগামীকাল খেলা হবেই। কারণ ওরা এই ম্যাচের মুনাফা কোনোমতেই হাতছাড়া করবে না”।

Advertisements

উদ্ভব জানিয়েছেন, আগামীকাল শিবসেনা (UBT)র মহিলা কর্মীরা মহারাষ্ট্রের পথে নেমে প্রতিবাদ কর্মসূচী পালন করবেন। তাঁরা সব বাড়ি থেকে সিঁদুর সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে পাঠাবেন বলে ঘোষণা করেন শিবসেনা প্রমুখ। বাল ঠাকরের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মাতোশ্রির একটি পুরনো সাক্ষাতের কথা উল্লেখ করে উদ্ভব বলেন, “আমার বাবা পাকিস্তানি খেলোয়াড়কে সাফ বলে দিয়েছিলেন যে পাকিস্তানের তরফ থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস বন্ধ না হলে দুই দেশের মধ্যে কোনও ক্রিকেট ম্যাচ হবে না”।

বস্তুত, ২২ এপ্রিল পহেলগামে নারকীয় জঙ্গি হামলার পরও কেন বিসিসিআই (BCCI) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে সম্মতি জানাল এই নিয়ে বিতর্ক তুঙ্গে। ওই হামলায় ২৬ জন শহীদদের পরিবারের তরফেও এই ম্যাচের নিন্দা করা হয়। শুভম দ্বীবেদির স্ত্রী ঐশন্যা সংবাদমাধ্যমকের মারফত দেশজুড়ে রবিবারের ম্যাচ বয়কটের ডাক দেন। এদিন দিল্লিতে পাকিস্তানি খেলোয়াড়দের কুশপুতুল পোড়ায় আম আদমি পার্টির নেতারা। পেট্রল ঢেলে পাকিস্তানের জার্সি পরিহিত কুশপুতুল পোড়াতে দেখা যায় আম আদমি পার্টির সমর্থকদের।