ভারতীয় সংসদে উঠল ‘জয় প্যালেস্তাইন’ স্লোগান, আসাদউদ্দিন ওয়েইসির কাণ্ডে হইহই

এবার লোকসভায় উঠল ‘জয় প্যালেস্তাইন’ স্লোগান। মঙ্গলবার লোকসভায় শপথ নিচ্ছিলেন হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। শপথগ্রহণের পর তাঁর মুখে সোনা যায় ‘জয় প্যালেস্তাইন’…

asaduddin owaisi says jai palestine while taking oath as lok sabha mp, ভারতীয় সংসদে উঠল 'জয় প্যালেস্তাইন' স্লোগান, আসাদউদ্দিন ওয়েইসির কাণ্ডে হইহই

এবার লোকসভায় উঠল ‘জয় প্যালেস্তাইন’ স্লোগান। মঙ্গলবার লোকসভায় শপথ নিচ্ছিলেন হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। শপথগ্রহণের পর তাঁর মুখে সোনা যায় ‘জয় প্যালেস্তাইন’ স্লোগান।

ওয়েইসির স্লোগানকে কেন্দ্র করে সরগম হয়ে ওঠে ভারতীয় সংসদের নিম্নকক্ষ। মুখর হন বেশ কয়েকজন বিজেপির সাংসদ। ওয়েইসি দাবি করেন যে, সংবিধানে এমন কোনও বিধান নেই যা তাকে ‘জয় প্যালেস্টাইন’ বলতে বাধা দেয়। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির অভিযোগ, ওয়েইসির দেওয়া ‘জয় প্যালেস্টাইন’ স্লোগানটি ‘সম্পূর্ণ ভুল’ এবং সংবিধানের বিরুদ্ধ। বলেন, ‘একদিকে তিনি (আসাদউদ্দিন ওয়েইসি) সংবিধানের নামে শপথ নিচ্ছেন, অন্যদিকে সংবিধানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ওয়েইসির আসল চেহারা বেরিয়ে এসেছে। প্রতিদিনই তাঁরা দেশ ও সংবিধানের বিরুদ্ধে ইস্যু তুলেছেন।’

   

চটে লাল মমতা! স্পিকার নির্বাচনে ঘুরিয়ে সেই বিজেপি প্রার্থীকেই সমর্থন তৃণমূলের?

ওয়েইসির স্লোগানের প্রতিক্রিয়ায় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ‘আমরা কোনও দেশের সমর্থন বা বিরোধিতা করি না, তবে সংসদে অযথা কোনও দেশের নাম নেওয়া ঠিক নয়।’

পরে স্পিকার জানিয়ে দেন যে, সংসদের ‘রেকর্ড’ থেকে ওই শব্দ দু’টি বাদ দেওয়া হবে।

গত অক্টোবর মাস থেকে ইজরায়েল এবং গাজার মধ্যে সংঘাত চলছে। এই পরিস্থিতিতে ইজরায়েলের বিরোধিতা করে এবং প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে বেশ কিছু দেশ। তবে ভারত এ ক্ষেত্রেও ভারসাম্যের নীতি নিয়েছে। এমনীতে ভারত প্যালেস্টাইন এবং ইজরায়েল— দুই রাষ্ট্রের সমর্থক। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলা করার নিন্দা জানানোর পাশাপাশি গাজার প্যালেস্টাইনিদের জন্য ত্রাণ সামগ্রীও পাঠিয়েছে নয়াদিল্লি। ইজরায়েলের সঙ্গেও ভারতের সম্পর্ক বেশ ভাল। এই পরিস্থিতিতে সংসদে ওয়েইসির স্লোগানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।