আবাগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিন বৃদ্ধি করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর সেই আর্জিই খারিজ করেছে শীর্ষ আদালত। ফলে, পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী আগামী ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। তবে, নিম্ন আদালতে জামিনের আর্জি করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়াল তাঁর আর্জিতে জানিয়েছিলেন, তিনি ২ জুনের পরিবর্তে ৯ জুন আত্মসমর্পণ করতে চান। কারণ হিসাবে তাঁর ওজন কমে যাওয়া, ক্রিয়েটিনিনের স্তর বেড়ে যাওয়ার দরুন সিটি স্ক্যান সহ একগুচ্ছ শারীরিক পরীক্ষার কথা বলেছিলেন৷ হৃদযন্ত্র সমস্যা উপসর্গ, কিডনির সমস্যা এমন কি ক্যানসারের আশঙ্কাও তাঁর রয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী।
পেট্রোলের দাম নামল ৯৩.৪৮ টাকায়, কলকাতায় ডিজেল কত?
এই পরিস্থিতিতে বন্দিত্ব অবস্থায় গুরুতর শারীরিক ক্ষতি হওয়া থেকে বাঁচতে তাঁর বিস্তৃত মেডিক্যাল পরীক্ষা হওয়া প্রয়োজন। কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি পিটিশনে জানান, জামিনে মুক্তি পাওয়ার পর আপ নেতা জনসমক্ষে দৃশ্যমানই রয়েছেন। ফলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া শর্ত উল্লঙ্ঘনের কোনও প্রশ্ন নেই।
গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহ দুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেফতারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। গত ১০ মে দিল্লির মুখ্যমন্ত্রীকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ ১ জুন নির্বাচনের ফল বেরনোর দিন অবধি অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত।