পাঁচটি গ্যারান্টির প্রতিশ্রুতি, নির্বাচনী প্রচারে কেজরিওয়াল

দিল্লির মেহাম নির্বাচনী এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখার সময়, আপ দলের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেছেন, “বিজেপি আমাদের দলের…

arvind kejriwal's Plea for extension of bail won-t be heard by supreme court

দিল্লির মেহাম নির্বাচনী এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখার সময়, আপ দলের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেছেন, “বিজেপি আমাদের দলের সব নেতাকে গ্রেফতার করেছে। তারা আমার সততাকে আক্রমণ করতে চেয়েছিল। তারা আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। ওরা আমাকে ‘ব্রহ্মচারী’ এবং ‘চোর’ বলে ডাকে। আমি দিল্লিতে জনগণের মাঝে ঘুরছি, কিন্তু মানুষ বলছে আমি আর যাই হই, কখনও ‘চোর’ হতে পারি না। আমি ইস্তফা দিয়ে বলেছিলাম যে দিল্লির জনগণ সিদ্ধান্ত নেবে আমি সৎ কি না।”

এই জনসভাতেও কেজরিওয়াল তাদের ৫টি গ্যারান্টির কথা উল্লেখ করে বলেন, “আমি আপনাদেরকে ৫টি গ্যারান্টি দিচ্ছি। প্রথমত, আমরা বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেব। দ্বিতীয়ত, আমরা হাসপাতাল ও মহল্লা ক্লিনিক করব এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। তৃতীয়ত, আপনার সন্তানদের জন্য উন্নতমানের সরকারি স্কুল তৈরি করব। চতুর্থত, ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে এবং আমরা যুবকদের চাকরি দেব। এখানে যেই সরকার গঠন করুক না কেন, দিল্লিতে কেজরিওয়ালের সমর্থন ছাড়া সরকার চালানো সম্ভব নয়।”

   

প্রসঙ্গত, আবগারি দুর্নীতির মামলায় জেল থেকে জামিন পাবার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবার কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যেমন কথা, ঠিক তেমনই কাজ। বর্তমানে আর মুখ্যমন্ত্রীর পদে নেই তিনি। এখন দিল্লির মুখ্যমন্ত্রীর পদে আছেন আপ দলের অন্যতম বিশিষ্ট নেত্রী অতীশি। সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনী প্রচারে বেরিয়ে, এক জনসভায় আবারও ৫টি গ্যারান্টির সম্পর্কে কথা বললেন কেজরিওয়াল।