CM Resign: আজই নতুন মু়খ্যমন্ত্রীর নাম ঘোষণা, সরগরম রাজনৈতিক মহল

বলেছিলেন পদত্যাগ করব! কথা রাখছেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষ়ণা অনুযায়ী পদত্যাগ (CM Resign),করবেন তিনি। নতুন মু়খ্যমন্ত্রী কে? রাজনৈতিক মহল সরগরম। দিল্লিতে প্রবল চাঞ্চল্য।     জানা যাচ্ছে,…

breaking-News-kolkata24x7

short-samachar

বলেছিলেন পদত্যাগ করব! কথা রাখছেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষ়ণা অনুযায়ী পদত্যাগ (CM Resign),করবেন তিনি। নতুন মু়খ্যমন্ত্রী কে? রাজনৈতিক মহল সরগরম। দিল্লিতে প্রবল চাঞ্চল্য।

   

জানা যাচ্ছে, মঙ্গলবার (17 সেপ্টেম্বর) বিকেল চারটে নাগাদ মু়খ্যমন্ত্রী পদত্যাগ করবেন। তিনি রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র দাখিল করার আগেই নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে।

আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে বিকেল সাড়ে ৪টায় লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার কেজরিওয়াল ঘোষণা করেছিলেন যে তিনি দু দিন পরে শীর্ষ পদ থেকে পদত্যাগ করবেন এবং জোর দিয়েছিলেন যে তিনি তখনই মুখ্যমন্ত্রী হিসাবে ফিরে আসবেন যখন লোকেরা তাকে “সততার শংসাপত্র” দেবে।

আম আদমি পার্টি (এএপি) সূত্রে খবর অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত নতুন দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে। বিধায়কদের বৈঠকের পরে আজ দুপুর 12 টায় বড় ঘোষণা আসবে।