যত সময় এগোচ্ছে দিল্লি আবগারী মামলা নিয়ে ততই নিত্য নতুন তথ্য হাতে পাচ্ছে সিবিআই (CBI)। বর্তমানে এই মামলার সঙ্গে জড়িত থাকার দায়ে বহু হেভিওয়েট জেলে রয়েছে। জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং মনীশ সিসোদিয়ার মতো হেভিওয়েটরা। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই রাউস অ্যাভিনিউ কোর্টে সিবিআই মামলায় শুনানি চলাকালীন তদন্তকারী সংস্থার আবেদনের বিরোধিতা করেছেন।
বুধবারই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিকে, কেজরিওয়ালের পাঁচ দিনের রিমান্ড চেয়ে সিবিআই দাবি করেছে, দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় সব দোষ মনীশ সিসোদিয়া (Manish Sisodia)-র ঘাড়ে চাপিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘কেজরিওয়ালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। তারা এমনকি চিনতেও পারে না যে বিজয় নায়ার তাদের অধীনে কাজ করছিলেন। তিনি বলেন, নায়ার অতিশি ও সৌরভ ভরদ্বাজের অধীনে কাজ করছিলেন। তিনি সমস্ত দায় মণীশ সিসোদিয়ার উপর চাপিয়ে দেন। তাদের এর মুখোমুখি হতে হবে, কাগজপত্র দেখাতে হবে।’
যদিও উল্টো সুর কেজরিওয়ালের গলায়। অরবিন্দ কেজরিওয়াল আদালতে বলেন, “সিবিআই দাবি করছে যে আমি মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে বিবৃতি দিয়েছি, এটি সম্পূর্ণ ভুল। মণীশ সিসোদিয়া নির্দোষ, আম আদমি পার্টি নির্দোষ, আমিও নির্দোষ।”
Arvind Kejriwal addresses the court, he says “CBI is claiming that I have given statements against Manish Sisodia, this is wrong. Manish Sisodia is innocent, the Aam Aadmi Party is innocent and I am also innocent.”
— ANI (@ANI) June 26, 2024