Arvind kejriwal: ‘২কোটি মানুষ আমার পরিবার’ জেল থেকে বার্তা কেজরিওয়ালের

sunita kejriwal

জেল থেকেও দিল্লিবাসীর জন্য বার্তা পাঠালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন, ” ২ কোটি দিল্লিবাসী আমার পরিবার।” শুধু তাই নয় সব আম আদমি পার্টির সকল বিধায়কদের প্রতিদিন নিজের এলাকায় হাজির হয়ে মানুষের অভাব-অভিযোগ শুনতে বলেছেন জেলবন্দি কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, তিনি জেলবন্দি হলেও কোনও সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়।

Advertisements

 

Advertisements

বৃহস্পতিবার দুপুর ১২ নাগাদ, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল সমাজমাধ্যমে অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পড়েন। প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় ইডি তাঁকে গ্রেফতার করে। আপাতত তিনি তিহার জেলে বন্দি। সেই জেলের ভিতর থেকেই তিনি বার্তা পাঠিয়েছেন সমগ্র দিল্লীবাসীর জন্য।

উল্লেখ্য অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আর্জি জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিল দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ। এই নিয়ে তৃতীয় বার একই আর্জির মামলা খারিজ করল আদালত।