Sunday, December 7, 2025
HomeBharatমানুষের রায় মাথা পেতে নিলেন কেজরী, অভিনন্দন জানালেন বিজেপি’কে

মানুষের রায় মাথা পেতে নিলেন কেজরী, অভিনন্দন জানালেন বিজেপি’কে

- Advertisement -

নয়াদিল্লি: দিল্লি ভোটে পালা বদল৷ ঝাঁটা হঠিয়ে ক্ষমতায় এল পদ্ম শিবির৷ জনগণের রায় মাথা পেতে নিয়ে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল৷ জানালেন, কোনও কিছু লাভের উদ্দেশে রাজনীতিতে আসেননি৷ মানুষের রায় মাথা পেতেই গ্রহণ করছেন৷ আগামী দিনে দিল্লি বিধানসভায় তাঁরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলেও জানালেন কেজরীওয়াল৷ সেই সঙ্গে এতদিন দলের কর্মীরা যে পরিশ্রম করেছেন, তাকেও কুর্নিশ জানালেন আপ প্রধান৷

বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা দেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘দিল্লির ভোটের ফল স্পষ্ট। জনতা যে রায় দিয়েছে, আমরা তা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানাই। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা সেই আশা পূরণ করবে।’’

   

ওই বার্তায় নিজের দলের কথাও বলেছেন কেজরী৷ তিনি বলেন, ‘‘গত ১০ বছরে আমাদের দল অনেক কাজ করেছে। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য থেকে পানীয় জল— প্রতিটি ক্ষেত্রেই মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা আমরা করেছি। দেশের রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। দিল্লির মানুষের নির্দেশ মেনেই আমরা এবার গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।’’ তবে আপ যে আগামী দিনেও মানুষের জন্য কাজ যাবে, সেই বার্তাও স্পষ্ট করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘সমাজসেবা এবং মানুষের স্বার্থে আমরা আগামী দিনেও কাজ চালিয়ে যাব। মানুষের সুখেদুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কিছু পাওয়ার লাভে আসিনি। রাজনীতি হল মানুষের জন্য কাজ করার একটা মাধ্যম। আমরা সেই কাজ করে যাব। আপের সব কর্মীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ওঁরা এই নির্বাচনের জন্য দিনরাত পরিশ্রম করেছেন।’’

 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular