সিবিআইয়ের বিরদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের মামলা দায়ের করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। তারপর তাঁকে হেফাজতে নেয়…

অরবিন্দ কেজরিওয়াল

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের মামলা দায়ের করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। তারপর তাঁকে হেফাজতে নেয় সিবিআই। এরপর দুর্নীতি কাণ্ডে জেরা করার জন্য রিমান্ড দাবি করে। যদিও সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। 

প্রথম বক্তব্যেই বিতর্কের সাইক্লোন! হিন্দুত্ব দিয়ে রাহুল দেখালেন বিরোধিতা কাকে বলে

   

লোকসভা ভোটের প্রায় মাসখানেক আগে গত ২১ মার্চ ইডির হাতে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। নির্বাচনের মাঝে তিনি অন্তর্বর্তী জামিনে মুক্ত হন। তবে ভোট শেষেই তাঁকে আবার জেলে ফিরে যেতে হয়। এরই মধ্যে ইডির মামলায় কেজরিওয়াল জামিন পেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা তার বিরোধিতা করে এবং জামিনের স্থগিতাদেশ চায়। তাদের আবেদন আদালত মেনে নেওয়ায় আপাতত জামিন আটকে দিল্লির মুখ্যমন্ত্রীর।   

সংবিধান মেনেই ‘দন্ড’-র পরিবর্তে ‘ন্যায়’, বিরোধীদের চুপ করাতে মুখ খুললেন অমিত শাহ

এবার এই ঘোরাল পরিস্থিতির মধ্যেই আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। গত শনিবারই সেই সময়সীমা শেষ হওয়ায় তাঁকে ফের আদালতে হাজির করানো হয়। আদালত কেজরিওয়ালকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত জেলে থাকবেন তিনি। কেন্দ্র-কেজরিওয়ালের মামলা ও পাল্টা মামলার প্রেক্ষিতে যে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে, তা আগামী দিনে কোনদিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল।