কোমায় চলে যাবেন কেজরিওয়াল, বিজেপির চক্রান্তে উদ্বিগ্ন আপ

অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আপ নেতারা। জেলে থেকে ভেঙে পড়ছে শরীর। অনেকটা ওজন কমে গেছে দিল্লির মুখ্যমন্ত্রীর। প্রায় সাড়ে ৮ কিলো কমে গিয়েছে বলে…

অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আপ নেতারা। জেলে থেকে ভেঙে পড়ছে শরীর। অনেকটা ওজন কমে গেছে দিল্লির মুখ্যমন্ত্রীর। প্রায় সাড়ে ৮ কিলো কমে গিয়েছে বলে দাবি করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। আবগারি মামলায় প্রথমবার জামিন পেয়েই কেজরিওয়াল (Arvind Kejriwal) অভিযোগ করেন তিনি ডায়বেটিসের রোগী।

নেতা খুনের পর ‘মারের বদলা মার’ নীতি নিল বাম, ১২ ঘণ্টার বনধ

   

ডায়বেটিসের রোগী হওয়া সত্বেও তাঁকে ওষুধ নিতে দেওয়া হচ্ছে না। যারফলে, আগামীদিনে কঠিন রোগে আক্রান্ত হতে পারেন তিনি। কেন্দ্র সরকার হয়তো তাঁকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে বলেও অভিযোগ আপের।

বাম প্রার্থীকে কুপিয়ে খুন, বাঙালিরা ঘর ছাড়ছেন, ভয়াবহ পরিস্থিতি ত্রিপুরায়

ক্রমাগত এইভাবে ওজন কমে যাওয়ার বিষয়টি মোটেই স্বাভাবিক নয়। অথচ তাঁকে কোনও পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না। ওজন কমার পাশাপাশি তাঁর অন্তত ৫ বার সুগার ফল হয়েছে। সুগারের মাত্রা ৫০-এর নীচে চলে গেছে! এটাও আতঙ্কের বিষয়।” সঞ্জয় সিং সাফ বলছেন, এইভাবে প্রতিদিন সুগার লেভেল পড়তে থাকলে যে কেউ যখন-তখন কোমায় চলে যেতে পারেন।

জয় তো বটেই, উপনির্বাচনে আর কী কী উপরি পাওনা হল তৃণমূলের?

আপের দাবি, বিজেপির অত্যাচারে কোমায় চলে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal)। গ্রেফতারির সময়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ছিল ৭০ কিলো। আর এখন তা কমে হয়েছে ৬১.৫। আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আবেদন করেছিলেন আম আদমি পার্টির নেতা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে (Arvind Kejriwal) জামিন দিলেও আপাতত জেল থেকে বেরতে পারছেন না তিনি। এখনও সিবিআই হেফাজতে থাকতে হবে তাঁকে।