১৫ আগস্টের আগে নাশকতার ছক বানচান, বড় সাফল্য যৌথ বাহিনীর

স্বাধীনতা দিবসের আগে ফের কাশ্মীর ঘাঁটিতে বড় সাফল্য পেলেন নিরাপত্তা কর্মীরা। উদ্ধার হল বিপুল অস্ত্র শস্ত্র। এমনিতে সাম্প্রতিক সময়ে লাগাতার জঙ্গি হামলার ঘটনা কেন্দ্রের চিন্তা…

স্বাধীনতা দিবসের আগে ফের কাশ্মীর ঘাঁটিতে বড় সাফল্য পেলেন নিরাপত্তা কর্মীরা। উদ্ধার হল বিপুল অস্ত্র শস্ত্র। এমনিতে সাম্প্রতিক সময়ে লাগাতার জঙ্গি হামলার ঘটনা কেন্দ্রের চিন্তা বাড়িয়েছে। এহেন অবস্থায় কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে রাজ্যে। এরই মাঝে যৌথ তল্লাশি অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বিএসএফ।

হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বিএসএফ যৌথ তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযানের ফলে রাজৌরির কালাকোটের একটি প্রত্যন্ত জায়গা থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এলাকায় জঙ্গিদের কোনো দল লুকিয়ে রয়েছে কিনা সে ব্যাপারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

   

পুঞ্চ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সঙ্গে যৌথ অভিযানে রোমিও ফোর্সের সঙ্গে যুক্ত সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল ইউনিট জম্মু ও কাশ্মীরের পুঞ্চের ম্যাগনার এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের (এইচএম) এক সক্রিয় সহযোগীকে গ্রেফতার করে। সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ জুলাই রোমিও ফোর্সের রাষ্ট্রীয় রাইফেল মহম্মদ খলিল নামে ওই জঙ্গিকে নিজেদের হেফাজতে নেয়।

কর্মকর্তারা জানিয়েছেন যে জঙ্গির কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা পাকিস্তানে অবস্থিত একটি সক্রিয় হোয়াটসঅ্যাপ নম্বরের সন্ধানও পেয়েছে, যার মাধ্যমে একজন হ্যান্ডলার মহম্মদ খলিলকে কাজ দিচ্ছিল।