Pulwama : ‘চিন্তা করবেন না আমরা আছি’, পুলওয়ামা শহীদ স্মরণের দিন বার্তা সেনার

ফেব্রুয়ারির ১৪ তারিখ সেই কালো দিন, যেদিন প্রাণ হারিয়েছিলেন ৪০ জন জওয়ান (Pulwama)। তাঁদের শ্রদ্ধা জানাতে সোমবার উপস্থিত হয়েছিল প্যারামিলিটারি ফোর্সের জওয়ানরা। বীরেদের স্মরণের মুহূর্তে…

Pulwama

ফেব্রুয়ারির ১৪ তারিখ সেই কালো দিন, যেদিন প্রাণ হারিয়েছিলেন ৪০ জন জওয়ান (Pulwama)। তাঁদের শ্রদ্ধা জানাতে সোমবার উপস্থিত হয়েছিল প্যারামিলিটারি ফোর্সের জওয়ানরা। বীরেদের স্মরণের মুহূর্তে চোয়াল শক্ত ভারতীয় জওয়ানদের। 

সহযোদ্ধাদের হারিয়েও মনোবল ভাঙতে দিতে নারাজ ভারতীয় সেনা-জওয়ান। সিআরপিএফ এডিজি ডি এস চৌধুরী জানিয়েছেন, ‘প্রতি বছর এই দিনে আমরা স্মরণ করি সেই বীর জওয়ানদের যারা সেদিনের হামলায় প্রাণ হারিয়েছিলেন। পুলওয়ামায় ৪০ শহীদ জওয়ানকে আমাদের অন্তরের শ্রদ্ধা।’  

   

শ্রীনগর থেকে ২৫ কিলোমিটার দূরে করা হয়েছে শহীদ স্মরণ। মাল্যদান করা হয়েছে শহীদ বেদীতে।

চল্লিশজন শহীদের কথা স্মরণ করে এক জওয়ান বলেছেন, ‘আমরা আমাদের লক্ষ্যে অবিচল। এই হামলা আমাদের মনোবল ভাঙতে পারেনি।’

কনস্টেবল অরূপ দেবনাথের কথায়, ‘শত্রুরা যদি ভেবে থাকেন আমাদের মনোবল ভেঙে গিয়েছে, তাহলে তারা ভুল ভাবছে। আমাদের দেশের নাগরিকদের চিন্তা করার কোনো কারণ নেই। দেশ রক্ষার কাজে আমরা আছি সর্বদা।’