
শ্রীনগর বিমানবন্দরে (Srinagar airport) অতিরিক্ত কেবিন লাগেজকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। দিল্লিগামী একটি ফ্লাইটে চেক-ইন চলাকালীন স্পাইসজেটের (SpiceJet) চার কর্মী গুরুতরভাবে আহত হন এক সেনা আধিকারিকের (Army officer) হামলায়। অভিযোগ, অনুমোদিত সীমার দ্বিগুণ ওজনের দুটি কেবিন ব্যাগ নিয়ে বিমানে উঠতে গেলে অতিরিক্ত ফি দিতে অস্বীকার করায় ওই আধিকারিক হঠাৎ হিংস্র হয়ে ওঠেন।
স্পাইসজেটের বিবৃতি অনুযায়ী, বোর্ডিং গেটে আটকে দেওয়ার পর তিনি স্টিলের সাইনবোর্ড স্ট্যান্ড দিয়ে কর্মীদের আঘাত করেন এবং ঘুষি ও লাথি মারতে থাকেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, এক কর্মী অজ্ঞান হয়ে পড়লেও তাঁকে রেহাই দেননি অভিযুক্ত। ফলে একাধিক কর্মীর মেরুদণ্ডে ও চোয়ালে মারাত্মক আঘাত লাগে।
আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি তারা গুরুত্ব সহকারে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইতিমধ্যেই স্পাইসজেট স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছে এবং সিসিটিভি ফুটেজ জমা দিয়েছে। পাশাপাশি অভিযুক্তকে ‘নো-ফ্লাই’ লিস্টে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রককেও লিখিত অভিযোগ জানিয়ে কড়া ব্যবস্থার দাবি তুলেছে সংস্থাটি।
ঘটনাটি বিমানবন্দর নিরাপত্তা এবং যাত্রীদের আচরণ নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। জানা গেছে, অভিযুক্ত সেনা আধিকারিকের কেবিন লাগেজের ওজন ছিল ১৬ কেজি, যেখানে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ অনুমোদিত সীমা ৭ কেজি। অতিরিক্ত ভাড়ার কথা জানানো মাত্রই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ।










