জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ সেনা জওয়ান

অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। জঙ্গিদের হাতে শহীদ হলেন আরও এক সেনা কর্মী। জানা গিয়েছে, নায়েক জসভীর সিং পাক অধিকৃত কাশ্মীর থেকে সীমান্তে অনুপ্রবেশ রোধ করার সময়ে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন জসভীর সিং।

সেনার তরফ থেকে জানানো হয়েছে, তিনি একাধিক গুলিতে আহত হন এবং তাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছানোর পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, কুপওয়ারা জেলার তাংধর সেক্টরে নিয়ন্ত্রণরেখায় যে গুলির লড়াই হয়েছিল, তাতে এক জঙ্গিরও মৃত্যু হয়েছে।

   

সেনা সূত্রে খবর, পাকিস্তানের গ্রাম থেকে প্রায় তিন-চারজন সশস্ত্র জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। যদিও, গারাং নার এবং চিনার মহল্লার মধ্যে ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য বিস্তারের জন্য একটি অতর্কিত হামলা চালানো হয়েছিল। গুলির লড়াইয়ে একজন নিহত হয় এবং বাকি দুইজন পালিয়ে যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন