নয়াদিল্লি: পার্লামেন্ট হামলা থেকে ২৬/১১ নিয়ে জইশ (JeM) কম্যান্ডার মাসুদ ইলিয়াসের (Masood Ilyas Kashmiri) বিস্ফোরক দাবির পর সামনে এল আরও এক ভিডিও। ভারত-বিরোধী সন্ত্রাস হামলায় পাক-প্রশাসনের যে সরাসরি মদত রয়েছে তার আরও এক প্রমাণ উঠে এল। জইশ কম্যান্ডার মাসুদ ইলিয়াসের আরও একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর জঙ্গিদের সৎকারে উপস্থিত থাকার জন্য সেনাপ্রধান আসিম মুনিরই (Asim Munir) নির্দেশ দিয়েছিলেন”।
অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার বাহওয়ালপুর সহ ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করার পর জঙ্গিদের জাতীয় পতাকায় মুড়ে সৎকার করেছিল পাক-সেনা। গান স্যালুট দিয়ে জঙ্গিদের “শহীদ” তকমা দিতে শোনা গিয়েছিল তাঁদের। যার নির্দেশ সরাসরি সেনাবাহিনীর মুখ্য কার্যালয় থেকে এসেছিল বলে দাবি করেছেন জইশ কম্যান্ডার মাসুদ ইলিয়াস। বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ভিডিওটি গতকাল “দিল্লি এবং মুম্বই হামলায় মাসুজ আজহারের হাত ছিল” বলে দাবি করা ভিডিওটিরই অংশ বলে মনে করা হচ্ছে।
উর্দু ভাষায় ভিডিওটিতে ইলিয়াস বলেন, “তিনি উর্দুতে আরও বলেন, “দিল্লির তিহার জেল থেকে মুক্তি পেয়ে এবং শত্রুদের কবল থেকে পালানোর পর আমির-উল-মুজাহিদিন মাওলানা মাসুদ আজহার পাকিস্তানে বালাকোটে বসেই দিল্লির সংসদ ভবন এবং মুম্বইয়ে ২৬/১১ হামলার ছক কষেছিলেন। এই মাটি, এর প্রতিটি কণা, তার কাছে ঋণী।”
অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা
২২ এপ্রিল পহেলগামে টিআরএফ-এর জঙ্গিরা ২৬ জন নিরীহ পর্যটকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভারতীয় সেনা লঞ্চ করে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা এলওসি পেরিয়ে পাকিস্তানের বাহাওয়ালপুর, কোটলি এবং মুরিদকে সহ ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে। ঘটনায় ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হওয়ার কথা জানায় পাকিস্তান।
প্রসঙ্গত, পাকিস্তান যে জঙ্গিদের কেবলমাত্র আশ্রয়ই দেয়না, বরং ভারত-বিরোধী সন্ত্রাসী হামলায় সরাসরি মদত দেয়, এই নিয়ে রাষ্ট্রপুঞ্জে একাধিকবার অভিযোগ জানিয়েছে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে এসব অভিযোগ প্রতিবারেই খারিজ করে দেওয়া হয়। এবার স্বয়ং জইশ জঙ্গির একের পর এক বয়ানে ভারতের দাবি যে আরও স্পষ্ট হল, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।