চিনের চোখ রাঙানির মাঝেই প্ৰকৃত নিয়ন্ত্রণরেখায় গেলেন সেনা প্রধান

army-chief-manoj-pandey-visit-lac

এবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (manoj pandey) দু’দিনের সফরে গেলেন হিমাচল ও উত্তরাখণ্ডে । শুক্রবার থেকে শুরু হওয়া সেন্ট্রাল সেক্টরের এই সফরে জেনারেল পাণ্ডে সীমান্তবর্তী চিন বরাবর এলএসি-র যে সব এলাকা রয়েছে, সেখানে এই মুহূর্তে চিনের তুলনায় কম উত্তেজনা রয়েছে, সেখানে পরিদর্শন করবেন।

Advertisements

জানা গিয়েছে, শুক্রবার হিমাচল প্রদেশ সংলগ্ন লাইন অফ কন্ট্রোল (এলএসি) পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় তিনি প্রকৃত ভারতীয় সেনাবাহিনীর ফরোয়ার্ড পোস্ট পরিদর্শন করেন এবং অপারেশনাল প্রস্তুতি খতিয়ে দেখেন। সিনিয়র সেনা কমান্ডাররা জেনারেল পাণ্ডেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় সেনাপ্রধান সীমান্ত এলাকায় চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ পর্যালোচনা করেন এবং সেনাবাহিনীর পাশাপাশি জেনারেল পান্ডে আইটিবিপি কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

   

আপনাদের জানিয়ে রাখি, গালওয়ান উপত্যকায় হিংসার পর চিন সংলগ্ন এলএসিতে নিজেদের গঠনে বড়সড় পরিবর্তন এনেছে সেনা। হিমাচল প্রদেশকে এখন উত্তরাখণ্ডের সঙ্গে কেন্দ্রীয় সেক্টরের অংশ করা হয়েছে। লখনউ-ভিত্তিক সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব এখন হিমাচল সীমান্তবর্তী এলএসি রক্ষা করা। আগে এই দায়িত্ব ছিল স্বাধীন ব্রিগেডের। কিন্তু পূর্ব লাদাখে চিনের পিএলএ সেনার আগ্রাসী পদক্ষেপের কথা মাথায় রেখেই এই পরিবর্তন এনেছে সেনা।

Advertisements

জানা গিয়েছে, শনিবার উত্তরাখণ্ড সংলগ্ন এলএসি ঘুরে দেখবেন সেনাপ্রধান। উত্তরাখন্ডের এলএসি-র দুটি অঞ্চল নিয়ে চিনের সঙ্গে ভারতের একটি বড় বিরোধ রয়েছে।