পরিস্থিতি যেমনই হোক না কেন তৈরি থাকবে ভারতীয় সেনা (Indian Army)। জল, স্থল, আকাশ – তিন ক্ষেত্রেই সদা সতর্ক থাকবেন জওয়ানরা। রবিবার বলেছেন ভারতের সেনা প্রধান মনোজ পান্ডে।
দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জন সমক্ষে বার্তা রেখেছেন সেনা প্রধান মনোজ পান্ডে (Manoj Pandey)। বিশ্ব ব্যাপী সীমান্ত বরাবর রাজনৈতিক গতিবিধির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তিনি সোজা কথা জানিয়েছেন ভারতের অবস্থান।
তিনি আরো বলেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের প্রধান লক্ষ্য থাকবে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর শান্তি বজায় রাখা। এবং উত্তেজনা প্রশমিত করা। সমস্যার শুরুর দিকেই যাতে সমাধানের রাস্তা বের করা যায় সে বিষয়েও আমরা চেষ্টা চালাবো।’
একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘দ্রুত গতিতে বদলাচ্ছে বিশ্বব্যাপী ভৌগলিক রাজনীতির চরিত্র। এর ফলে আমাদের সামনেও কঠিন পরিস্হিতি উপস্থিত হতে পারে। সমস্যা যতো বড়ই হোক না কেন তার বিরুদ্ধে মোকাবিলা করা ভারতীয় সেনার প্রধান কাজ। যে কোনও চ্যালেঞ্জ কিংবা সংঘাতের বিরুদ্ধে আমরা তৈরি থাকবো।’