চাকরি ছাঁটাই! ভারতের বিবাহিত মহিলারা কাজ করতে পারবে না এই বিখ্যাত সংস্থায়

শিক্ষিত হলেও মিলবে না চাকরি। সম্প্রতি এমনই ভারতের বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে এমনই এক নির্দেশিকা জারি করল অ্যাপেলের সহযোগী সংস্থা ফক্সকন। চেন্নাইয়ের একটি প্ল্যান্টে বিবাহিত মহিলাদের চাকরি ছাঁটাইয়ের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাতে তামিলনাডু সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র।

Advertisements

আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দুই মহিলা ওই সংস্থায় চাকরির আবেদনপত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্ত সংস্থার পক্ষ থেকে তাঁদের জানিয়ে দেওয়া হয় বিবাহিত মহিলাদের চাকরি দেওয়া হয় না। তারপরেই ভেঙে পড়েন ওই মহিলারা।

কিছুদিন আগেই সংস্থার তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়, কোনও বিবাহিত মহিলাকে চাকরিতে নেওয়া হবেনা। কারণ বিবাহিত মহিলারা পরিবার নিয়েই বেশি ব্যস্ত থাকেন, কাজে তাঁদের মনোযোগ কম থাকে। এই যুক্তিতেই আগামীতে বিবাহিতদের চাকরিতে না নেওয়ার কথা জানিয়েছে অ্যাপেলর পণ্য প্রস্তুতকারী ওই সংস্থাটি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে তামিলনাডুর রাজনীতিতে। গোটা বিষয়টি খতিয়ে দেখে তামিলনাডু প্রশাসনকে রিপোর্ট জমা দিতে বলেছে কেন্দ্র। তবে কেন্দ্রের হস্তক্ষেপে এই মার্কিন ‘টেক-জায়েন্ট’ নিজেদের সিদ্ধান্ত বদলাবে কিনা এখন সেটাই দেখার।

Advertisements

রয়টার্সের দাবি, ২০২৩ সালের আগেই এমন নিয়ম চালু করেছিল সংস্থাটি। কিন্তু তদকালীন ফক্সকন ইন্ডিয়ার এক্সিকিউটিভ এইচআর এস পল চলে যাওয়ার পরেও একই নিয়ম বহাল রয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে তামিলনাডুর স্টালিন সরকার। ইতিমধ্যে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে তামিলনাডুর বিজেপি। এবার কেন্দ্রের মধ্যস্থতায় এই ইস্যুতে জল কতদূর গড়ায় সেই দিকেই চেয়ে রয়েছেন সেরাজ্যের মহিলারা।