একই ঠিকানায় বহু ধর্মের ভোটার! ‘অস্বাভাবিকতা’ নিয়ে অভিষেককে কড়া প্রশ্ন অনুরাগের

কলকাতা: ভোট কারচুপির অভিযোগ ঘিরে কেন্দ্রীয় রাজনীতিতে ফের চড়েছে পারদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিজেপির তরফে তীব্র আক্রমণ শানালেন দলের প্রবীণ নেতা…

anurag thakur slams abhishek on vote rigging

কলকাতা: ভোট কারচুপির অভিযোগ ঘিরে কেন্দ্রীয় রাজনীতিতে ফের চড়েছে পারদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিজেপির তরফে তীব্র আক্রমণ শানালেন দলের প্রবীণ নেতা ও সাংসদ অনুরাগ ঠাকুর। দিল্লিতে বি জেপির সদর দফতর থেকে সাংবাদিক বৈঠকে অনুরাগের অভিযোগ, ভোটার কার্ডের নিবিড় সংশোধন (Special Summary Revision – SIR) প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই বিরোধীরা মিথ্যা প্রচার চালাচ্ছে।

পিকচার আভি বাকি হ্যায়

রাহুল গান্ধী সোমবার নির্বাচন কমিশনের সদর দফতরে ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন। বিক্ষোভমঞ্চ থেকে তাঁর বিস্ফোরক দাবি, “পিকচার আভি বাকি হ্যায়। নির্বাচন কমিশন কীভাবে ভোট চুরি করেছে, ধাপে ধাপে তা প্রমাণ করব। শুধু কর্ণাটকের একটি আসন নয়, দেশের বহু কেন্দ্রে জালিয়াতি হয়েছে। দেখতে পাবেন, মোদী কীভাবে ভোট চুরি করে নির্বাচন জিতেছেন।” রাহুলের এই মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক তরজা।

   

বিজেপির পাল্টা জবাবে অনুরাগ ঠাকুর বলেন, “নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে দেশের গণতান্ত্রিক অধিকারকে খাটো করতে চাইছে কংগ্রেস। জনগণ বারবার তাঁদের প্রত্যাখ্যান করেছে। এখন অনুপ্রবেশকারীদের ভরসায় ভোটব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা চলছে। রাহুল গান্ধী সংবিধান নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন, এবার ভোট প্রক্রিয়া নিয়েও মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আসলে কংগ্রেসের আর কোনও ইস্যু অবশিষ্ট নেই।”

ডায়মন্ড হারবারে একই বাড়িতে বহু ধর্মের ভোটার anurag thakur slams abhishek on vote rigging

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুলের সঙ্গে এক সারিতে রেখে অনুরাগ উদাহরণ টেনে বলেন, “উত্তরপ্রদেশের রায়বরেলিতে ৮৩, ১৫১, ২১৮ নম্বর বুথে এক ব্যক্তির নাম বারবার রয়েছে। ১৮৯ নম্বর বাড়ির এক বুথে নথিভুক্ত ৪৭ জন ভোটার। ডায়মন্ড হারবারে একই বাড়িতে বহু ধর্মের ভোটারের নাম। খুরশিদ আলম নামের এক ভোটারের বাবার নাম প্রতিবার বদলে যাচ্ছে। রায়বরেলি ও ডায়মন্ড হারবারের বহু স্থানে এমন ঘটনা রয়েছে-এগুলি কি রাহুল বা অভিষেকের অজানা?”

তিনি আরও দাবি করেন, “শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিকদেরই ভোটাধিকার থাকা উচিত। অথচ অনেকেই ৩-৪টি বুথে ভোট দিচ্ছেন। এই অনিয়মে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী কি পদত্যাগ করবেন?”

Advertisements

ভোট চুরির অভিযোগ

মহারাষ্ট্র নির্বাচনের সময়ও রাহুল ভোট চুরির অভিযোগ তুলেছিলেন বলে স্মরণ করিয়ে দিয়ে অনুরাগের মন্তব্য, “সেই সময়ের পরিসংখ্যানও প্রমাণ করে, কংগ্রেস মিথ্যা বলছে।”

এই সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তা বোঝাই যাচ্ছে দুই শিবিরের বক্তব্য থেকে। ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা ঘিরে জাতীয় রাজনীতিতে যে নতুন করে ঝড় উঠতে চলেছে, সোমবারের এই পাল্টাপাল্টি আক্রমণ তারই পূর্বাভাস।

Bharat: BJP leader Anurag Thakur has fiercely responded to Rahul Gandhi’s vote-rigging allegations against the ECI. He accused Congress of spreading false propaganda to hinder the voter card revision process and undermine democratic institutions.