HomeBharatভগবান রামকে অস্বীকার! মুখ্যমন্ত্রীকে নিশানা অনুরাগ ঠাকুরের

ভগবান রামকে অস্বীকার! মুখ্যমন্ত্রীকে নিশানা অনুরাগ ঠাকুরের

- Advertisement -

বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’য় উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। বিরোধী জোটের এই শক্তি প্রদর্শনের মঞ্চ ঘিরেই নয়া রাজনৈতিক তরজার সূত্রপাত। সেই মঞ্চেই স্ট্যালিনকে নিশানা করে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর  (Anurag Thakur)। 

অনুরাগ ঠাকুর(Anurag Thakur) বলেন, “স্ট্যালিন ভগবান রামকে মানেন না। রামমন্দির নির্মাণের বিরোধিতা করেছিলেন। আজ তাঁকে নিয়ে বিরোধী জোট বিহারে মঞ্চ সাজাচ্ছে। বিহারের মানুষ এর উপযুক্ত জবাব দেবে।” তাঁর মতে, যাঁরা ভারতীয় সংস্কৃতি, আস্থা ও বিশ্বাসকে অস্বীকার করেন, তাঁদের জনগণ কখনও ক্ষমা করবে না।

   

বিহারের এই কর্মসূচি মূলত ভোটারদের মধ্যে গণতান্ত্রিক অধিকারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল। রাহুল গান্ধীর সঙ্গে স্ট্যালিন ও তেজস্বীর উপস্থিতি বিরোধী মহলের ঐক্যের প্রতীক হিসেবে ধরা হচ্ছে। তবে বিজেপি শিবিরের মতে, এই ঐক্য প্রকৃতপক্ষে ভারতের সংস্কৃতি ও বিশ্বাসের পরিপন্থী শক্তির সমাবেশ।

অনুরাগের বক্তব্য, “যে নেতারা রামমন্দিরের বিরোধিতা করেছিলেন, তাঁরাই আজ গণতন্ত্র রক্ষার নামে ভোট চাইছেন। এটাই বিরোধীদের দ্বিচারিতা।”*

অযোধ্যার রামমন্দির বহুদিন ধরেই ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ ইস্যু। দীর্ঘ আন্দোলন ও আদালতের রায়ের পর সেখানে রামমন্দির নির্মাণ শুরু হয়। বিজেপি দাবি করে, এটি শুধু একটি মন্দির নয়, বরং কোটি কোটি হিন্দুর আস্থার প্রতীক। এই প্রসঙ্গ টেনে অনুরাগ ঠাকুর স্ট্যালিনকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular