Anubrata Mondal: অনুব্রত ইস্যুতে দলকে মুখ বন্ধের নির্দেশ মমতার, জেরায় বিপদ দেখছে তৃণমূল

দলনেত্রীর চোখে অনুব্রত (Anubrata Mondal) ‘বীর’। তাকে বীরের মতো ছাড়িয়ে আনতে হবে। এতদিন এমনই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)নির্দেশ। গোরু পাচার মামলায় দিল্লিতে কঠিন জেরার…

short-samachar

দলনেত্রীর চোখে অনুব্রত (Anubrata Mondal) ‘বীর’। তাকে বীরের মতো ছাড়িয়ে আনতে হবে। এতদিন এমনই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)নির্দেশ। গোরু পাচার মামলায় দিল্লিতে কঠিন জেরার মুখে অনুব্রত। এর পরেই দলীয় নেতা ও সাংসদদের কাছে পৌঁছে গেল মমতার নির্দেশ, কেষ্টকে নিয়ে কোনওরকম মুখ খোলা যাবে না। সংসদের ভিতর বা বাইরে সর্বত্র কেষ্টকে বাতিল করে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। কেষ্টর পাশে থাকছে না ঘাসফুল শিবির? উঠল প্রশ্ন।

   

দিল্লিতে ইডি হেফাজতে জেরা চলছে গোরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের। তাঁর কন্যা সুকন্যা, দেহরক্ষী সায়গল হোসেনের বয়ান ধরে ধরে প্রশ্ন জাল বিস্তার করেছে ইডি। জানা যাচ্ছে, অনুব্রত বহু প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। এখানেই ইডির সন্দেহ তীব্র। মনে করা হচ্ছে, অনুব্রত মুখ খুললেই বিপদ হবে তৃণমূলের। তাই সে মুখ বন্ধ করেছে।

আন্তর্জাতিক গোরু পাচার মামলার তদন্তে বিপুল আর্থিক লেনদেন, বিপুল জমির মালিক অনুব্রত মণ্ডলকে ভাঙতে মরিয়া ইডি। প্রশ্নের প্যাঁচে সে কতক্ষণ টিকতে পারে তারই অপেক্ষায় ইডি