Anubrata Mondal: দ্বিতীয়বারের জন্য তিহারে কেষ্ট-সুকন্যা দর্শন

Anubrata Mondal daughter Sukanya Mondal

আজ, সোমবার দ্বিতীয়বারের জন্য তিহার জেলের দেখা হল অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও মেয়ে সুকন্যার। সূত্রের খবর, মেয়েকে দেখেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত। জানতে চান, ‘তোর কষ্ট হচ্ছে মা?’

এর আগের দিন মেয়েকে অনুব্রত বলেছিলেন, ‘কেন দিল্লি আসতে গেলি! দিল্লি না এলে ওরা তোকে গ্রেফতার করত না।’ জানা গেছে, এদিন সুকন্যাকে একই কথা বলেন অনুব্রত। মেয়ে তাঁকে বলেন, ‘বারবার নোটিস পাঠাচ্ছিল। না এসে উপায় ছিল না।’

   

সূত্রের খবর, দুজনের মধ্যে প্রায় ২৫ মিনিট কথা হয়। অনুব্রত মেয়ে সুকন্যাকে আশ্বাস দিয়ে বলেছেন, সব ঠিক হয়ে যাবে। মেয়ে তাঁকে জানান, “তিনি বারবার চেষ্টা করেছিলেন অনুব্রতর সঙ্গে তিহাড়ে দেখা করতে। কিন্তু অনুমতি মেলেনি।”

তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ডেকে অসহযোগিতার অভিযোগ তুলে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।অনুব্রতর মেয়ের গ্রেফতারিকে ভালভাবে নেয়নি তৃণমূল।
সুকন্যার গ্রেফতারির দিনেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মা মরা মেয়ে সুকন্যা। বাবা জেলে। তাঁকে কি বাইরে রেখে তদন্ত করা যেত না? এটা কি খুব মানবিক হল?’ সুকন্যার গ্রেফতারির পর তা নিয়ে সরাসরি অমিত শাহের ছেলেকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে থেকে তৃণমূলের

সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, ‘সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বৃদ্ধি পাওয়ার জন্য যদি তাঁকে গ্রেফতার করা হয় তাহলে অমিত শাহের ছেলের সম্পত্তি আট হাজার গুণ বৃদ্ধি পাওয়ার জন্য কেন তাঁকে গ্রেফতার করা হবে না?’ উল্লেখ্য, অনুব্রত মণ্ডল ও সুকন্যার পৃথক মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন