লোকায়ুক্ত আইন প্রয়োগে গড়িমসি: ফের অনির্দিষ্ট অনশনে বসছেন অন্না হজারের

Anna Hazare Hunger Strike Maharashtra

বহু প্রতীক্ষিত লোকায়ুক্ত আইন (Lokayukta Act) কার্যকর করতে ব্যর্থ মহারাষ্ট্র সরকার৷ এই অভিযোগে ফের অনির্দিষ্টকালের জন্য অনশনে বসতে চলেছেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে।

মহারাষ্ট্রের রালেগাঁ সিধিতে ফের অনশন আন্দোলনের পথে হাঁটতে চলেছেন প্রবীণ সমাজকর্মী অন্না হজারে। বুধবার তিনি ঘোষণা করেন, আগামী ৩০ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন। অভিযোগ, বহু প্রতীক্ষিত লোকায়ুক্ত আইন কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই অযথা গড়িমসি করছে। এই আন্দোলনকে তিনি নিজের “শেষ লড়াই” বলেও উল্লেখ করেছেন।

   

‘আইন পাস হয়েছে, কিন্তু কার্যকর হয়নি’

অন্না হজারে জানান, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইনটি বাস্তবায়নের বিষয়ে সরকার বারবার আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কোনও অগ্রগতি নেই। তাঁর অভিযোগ, “লোকায়ুক্ত আইন ছাড়া দুর্নীতি দমনের লড়াই অসম্পূর্ণ। সাতবার চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে—একবারও উত্তর আসেনি।”

২০২২ সালের আন্দোলনের পরও বাস্তবায়ন অধরা

২০২২ সালেও একই দাবিতে রালেগাঁ সিধিতে অনশন করেছিলেন হজারে। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর হস্তক্ষেপে অনশন ওঠে। তাঁদের মধ্যস্থতায় একটি কমিটি গঠন হয় এবং আইনের খসড়া প্রস্তুত করা হয়। পরবর্তীতে মহারাষ্ট্র বিধানসভা ও বিধান পরিষদ—দুই কক্ষেই বিলটি পাস হয়। এরপর আইনটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়।

‘আইন আছে, কিন্তু প্রয়োগ নেই’

তবুও অন্না হজারের ক্ষোভ, আইন কার্যকর করার ক্ষেত্রে সরকারের কোনও দৃশ্যমান পদক্ষেপ নেই। তাঁর বক্তব্য, “জনগণের কল্যাণে যে আইন, তা যদি বছর বছর ধরে ফাইলবন্দি থাকে, তাহলে সরকারের ওপর আস্থা রাখার ভিত্তিটাই দুর্বল হয়ে যায়।”

৩০ জানুয়ারি থেকে ফের অনশনে বসবেন হজারে

চলমান অচলাবস্থায় কোনও বিকল্প না দেখে আগামী ৩০ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অনশনে বসবেন বলে ঘোষণা করেছেন অন্না হজারে। তাঁর এই ঘোষণায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সরকারি মহল থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন