এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং ভারতের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী আনমোল বিষ্ণোইকে আমেরিকা থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবারই তাঁকে ভারতে আনার প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে সূত্রের খবর। তবে প্রত্যর্পণের সময়ে ও দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে বিষ্ণোই পরিবার।
আনমোলের ভাই রমেশ বিষ্ণোই এক সংবাদমাধ্যমে বলেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে… কিন্তু যদি তাকে ভারতে আনা হয়, তা হলে সরকার তার নিরাপত্তা নিশ্চিত করুক—এটাই আমাদের দাবি। আমাদের পরিবার সর্বদা আইন মেনে চলে।”
কে এই আনমোল বিষ্ণোই?
পাঞ্জাবের ফাজিলকা জেলার বাসিন্দা আনমোল বিষ্ণোই হলেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই এবং তাঁর গ্লোবাল ক্রাইম সিন্ডিকেটের অন্যতম প্রধান সদস্য। তদন্তে উঠে এসেছে—
▪ খালিস্তানপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগ Anmol Bishnoi Extradition
বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)–সহ বেশ কয়েকটি প্রো-খালিস্তানি দলের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ রয়েছে। বিদেশে বসেই চক্রের অপারেশন পরিচালনার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
▪ বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে ভূমিকা
২০২৪ সালের অক্টোবর মাসে মুম্বইয়ের বান্দ্রায় এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। তদন্তে প্রকাশ, স্ন্যাপচ্যাটের মাধ্যমে খুনিদের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পনা সমন্বয় করেছিলেন আনমোল।
▪ সিধু মুসওয়ালা হত্যা মামলায় নাম
২০২২ সালে গায়ক সিধু মুসওয়ালা হত্যায় আনমোলের সক্রিয় ভূমিকা ছিল বলে মনে করছে NIA। তাঁদের দাবি—বিদেশে বসে তোলাবাজি, হুমকি ও চুক্তিভিত্তিক হামলায় তিনি প্রধান হ্যান্ডলার হিসেবে কাজ করতেন।
▪ সলমন খানের বাড়ির সামনে গুলিবর্ষণের দায় স্বীকার
২০২৪ সালের এপ্রিল মাসে অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় দলটির পক্ষ থেকে দায় নেয় আনমোল। এরপরই মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে।
সব মিলিয়ে, ১৮টি ফৌজদারি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
কেন তাঁকে প্রত্যর্পণ করা হচ্ছে?
NIA-এর তদন্ত অনুযায়ী, ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’দের তালিকায় রয়েছে আনমোল বিষ্ণোইর নাম। তাঁর সন্ধান দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন—
• তিনি জাল পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে পালিয়ে নেপাল হয়ে দুবাই ও কেনিয়া ঘুরে আমেরিকায় পৌঁছন।
• সেখানে গত বছরের নভেম্বর মাসে তাঁকে আটক করে মার্কিন কর্তৃপক্ষ।
• সেই থেকেই তাঁর বিরুদ্ধে চলতে থাকে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া, যা অবশেষে সম্পূর্ণ হতে চলেছে আজ, বুধবার।
দেশে ফেরার পর তাঁকে এনআইএ-র হেফাজতে নেওয়ার প্রস্তুতি চলছে।
Bharat: Most-wanted criminal Anmol Bishnoi, accused in the Baba Siddique murder and linked to Salman Khan shooting, is being extradited from the US to India.
