Sunday, December 7, 2025
HomeBharatAndhra Pradesh: দুর্ঘটনার জেরে বাতিল ট্রেন, ভোগান্তি যাত্রীদের

Andhra Pradesh: দুর্ঘটনার জেরে বাতিল ট্রেন, ভোগান্তি যাত্রীদের

- Advertisement -

রবিবার রাতে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল দুটি ট্রেন। অন্ধ্রপ্রদেশের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেন এবং একটি এক্সপ্রেস ট্রেন একই লাইনে চলে আসায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এর জেরে বহু ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার রাতেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়।

সোমবার সকালেও বিশাখাপত্তনম থেকে ছাড়া এবং বিশাখাপত্তনমগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন নির্দিষ্ট রুট বদল করে অন্য রুট ধরবে। এর জেরে সপ্তাহের শুরুতেই ভোগান্তির মুখে পড়বেন সাধারণ মানুষ।

   

রবিবার রাতে বিশাখাপত্তনম কোরবা এক্সপ্রেস, পালসা বিশাখাপত্তনম স্পেশাল ট্রেন, বিশাখাপত্তনম পারাদ্বীপ এক্সপ্রেস, বাতিল করা হয়। অন্যদিকে সোমবার রায়পুর বিশাখাপত্তনম রুটের ৪টি প্যাসেঞ্জার ট্রেন, পারাদ্বীপ বিশাখাপত্তনম রুটের ২টি ট্রেন, কোরবা বিশাখাপত্তনম, রায়গড় বিশাখাপত্তনম, ভিজিয়াঙ্গাম বিশাখাপত্তনম স্পেশাল, বিশাখাপত্তনম থেকে ছাড়া ভিজিয়াঙ্গাম গুনুপুর স্পেশাল, এবং গুনুপুর থেকে ছাড়া ভিজিয়াঙ্গাম গুনুপুর স্পেশাল বাতিল করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও রেল কর্মচারীর ভুলেই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সিগন্যালের ভুলেই বিশাখাপত্তনম বিজয়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একই লাইনে চলে আসে বিশাখাপত্তনম পালাসা এক্সপ্রেস ট্রেনটি। লাইন ব্রেকের জন্য অন্ধ্রের ভিজিয়াঙ্গারামের কাছে দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ট্রেনটি। সেই সময়ে তাকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। এর ফলে প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular