ধর্মীয় উৎসবে পুরোহিতদের ব্রেকডান্স! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কের ঝড়

অমরাবতী: নতুন এক ‘ডান্স’ ট্রেন্ড নিয়ে হাজির অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার মন্ডাসা গ্রামের শ্রী বাসুদেবা পেরুমাল মন্দিরের বার্ষিক ব্রহ্মোৎসব৷ রথ নিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তাঁরা যেন একেবারে ‘স্টার’ হয়ে উঠেন৷ মূর্তি বহন করার সময় হিপ-হপ মিউজিকের তালে ব্রেকডান্স শুরু করেন পন্ডিতরা!

Advertisements

ভিডিয়োতে দেখা যাচ্ছে, হলুদ ও সাদা পোশাক পরিহিত পুরোহিতরা জোরাল সঙ্গীতের সঙ্গে রীতিমতো ঠুমকা লাগাচ্ছেন৷ আর তা দেখে চারপাশে ভক্তরা উল্লাসে মেতে উঠছেন। পুরোহিতদের এভাবে নাচতে দেখে উপস্থিত ভক্তরাও মেতে ওঠেন৷ হাততালি দিয়ে পুরোহিতদের উৎসাহিত করতে থাকেন।

পুরোহিতদের এই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়৷ যা নিয়ে ব্যপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ সকলের মুখে একটাই প্রশ্ন, এটা কী মন্দিরে ‘আধ্যাত্মিক’ ডান্স পার্টি? কিছু মানুষের মতে, মন্দিরে এমন নাচ আসলে ধর্মীয় অনুষ্ঠানের প্রতি অসম্মান। আবার কিছুজন বলছেন, ‘‘ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা মিশিয়ে এমন আনন্দই তো উৎসবের আসল মজা!’’

Advertisements

মন্দির কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে মুখ খোলেনি, তবে এখন তো মনে হচ্ছে—কী জানি, হয়তো পরের বছর থেকে মন্দিরের যাত্রায় ‘ডান্স টু দ্য বিট’ নিয়মিত হবে!