Andhra Pradesh: টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর রোডশোয়ে পদপৃষ্ট হয়ে মৃত ৭

বুধবার অন্ধ্রপ্রদেশের (andhra-pradesh) নেলোর জেলার কান্দুকুরে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর রোডশো চলাকালীন পদপৃষ্ট হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। 

andhra pradesh,kandukur,stampede,tdp,chandrababu naidu road show

short-samachar

বুধবার অন্ধ্রপ্রদেশের (andhra-pradesh) নেলোর জেলার কান্দুকুরে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর রোডশো চলাকালীন পদপৃষ্ট হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।  খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজ্যে এন চন্দ্রবাবু নাইডুর সমাবেশ চলাকালীন। ঘটনার সময় নাইডুর তেলেগু দেশম পার্টি নেলোরে রোড শো করছিল। ঘটনার কিছুক্ষণ পর তিনি তার বক্তব্য বন্ধ করে দেন।

   

টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু মৃতের নিকটাত্মীয়দের জন্য ১০লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছেন। মৃত ছয়জনের নাম ডি রবীন্দ্রবাবু, কে ইয়ানাদি, ওয়াই বিজয়া, কে। রাজা, এম চিঙ্কোদাইয়া এবং পুরুষোত্তম।