অন্ধ্রপ্রদেশের আতসবাজি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬, আহত ৮

PM Modi Pledges ₹2 Lakh Support to Families Affected by Goa Fire
PM Modi Pledges ₹2 Lakh Support to Families Affected by Goa Fire

অন্ধ্রপ্রদেশ, ৮ অক্টোবর: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পূর্ব গোদাবরী জেলার কোমারিপালেম গ্রামে বুধবার দুপুরে একটি আতসবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ৮ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের স্থানীয় রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে লক্ষ্মী গণপতি ফায়ারওয়ার্কস নামক একটি আতসবাজি উৎপাদনকারী ইউনিটে, যেখানে বেশ কয়েকজন শ্রমিক আতসবাজি তৈরির কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় ব্যবহৃত উচ্চমাত্রার দাহ্য রাসায়নিকের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে বহু শ্রমিক ভিতরে আটকা পড়ে যান।

   

কারখানাটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেন। খবর পাওয়ার পর পরই একাধিক দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উদ্ধারকাজে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় দমকল ও জরুরি পরিষেবার কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়।

পুলিশ ও রাজস্ব দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও ত্রাণকার্য তদারকি করছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানায় নিরাপত্তার ঘাটতি কিংবা রাসায়নিকের অযথাযথ ব্যবহার থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন