Monday, December 8, 2025
HomeBharatগোপন গুহায় লুকিয়ে জঙ্গিরা, চারদিন পরও অনন্তনাগে চলছে এনকাউন্টার

গোপন গুহায় লুকিয়ে জঙ্গিরা, চারদিন পরও অনন্তনাগে চলছে এনকাউন্টার

- Advertisement -

আজ সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লার অগ্রবর্তী অঞ্চল উরি, হাতলাঙ্গাতে জঙ্গি এবং বারামুল্লা পুলিশের মধ্যে একটি এনকাউন্টার হয়, যাতে ৩ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এলাকাটি। সেখানে আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

একটি বিবৃতি জারি করে, ভারতীয় সেনাবাহিনী বলেছে, ‘ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলির দ্বারা পরিচালিত একটি যৌথ অভিযানে, বারামুল্লার উরি সেক্টরে এলওসি বরাবর একটি অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ৩ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে এবং সতর্ক সৈন্যদের হাতে নিহত হয়।

   

তিনি বলেন, দুই জঙ্গি নিহত এবং তাদের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু নিয়ন্ত্রণরেখার আশেপাশের এলাকায় পাক পোস্টের গুলি চালানোর কারণে দেহ উদ্ধারে ব্যাঘাত ঘটে। অনন্তনাগ জেলার কোকারনাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান টানা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। জঙ্গলে লুকিয়ে আছে দুই থেকে তিনজন জঙ্গি। তাদের খুঁজছে নিরাপত্তা বাহিনী। ড্রোনের মাধ্যমে জঙ্গিদের নজরদারি করা হচ্ছে।

১৩ সেপ্টেম্বর অনন্তনাগে শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযানে একজন কর্নেল, ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একজন ডিএসপি শহীদ হয়েছেন। জঙ্গিরা বনের মধ্যে লুকিয়ে থেকেও গুলি চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের তাড়িয়ে দিতে ভারী অস্ত্র ও ড্রোন ব্যবহার করছে।

শুক্রবার, অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীর) বিজয় কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন যে নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে অভিযান শুরু করা হয়েছিল। গত বৃহস্পতিবার জম্মু শহরের বিভিন্ন স্থানে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular