HomeBharatনির্বাচনী বন্ড দুর্নীতিতে নির্মলার বিরুদ্ধে মামলা দায়ের

নির্বাচনী বন্ড দুর্নীতিতে নির্মলার বিরুদ্ধে মামলা দায়ের

- Advertisement -

বিপদ বাড়ল বিজেপির। নির্বাচনী বন্ড কাণ্ডে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) বিরুদ্ধে দায়ের হল এফআইআর (Fir against Nirmala Sitaraman)। বেঙ্গালুরুর একটি আদালতের নির্দেশেই এই এফআইআর দায়ের করেন আদর্শ আইয়ার নামের এক ব্যক্তি। কর্ণাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠন নামক সংস্থার সঙ্গে যুক্ত তিনি। বেঙ্গালুরুর বিশেষ আদালতের নির্দেশ পেয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

নবরাত্রির উৎসবে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার আশঙ্কা! সতর্কতা জারি মুম্বাই পুলিশের

   

এই মামলার প্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করে বলেন, “এই মামলার তদন্ত করে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর্থিক দুর্নীতিতে যুক্ত রয়েছেন তিনি। আর এই দুর্নীতির জন্য নৈতিক কারণেই পদত্যাগ করা উচিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বিজেপিকে তাঁকে পদত্যাগ করতে বলবে?”

‘হরিয়ানায় ফিরছে কংগ্রেস’-আত্মবিশ্বাসী প্রমোদ!

এদিকে মাইসোর আর্বান ডেভেলপমেন্ট অথরিটির জমি কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এমনকী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব গেরুয়া শিবির। এবার তাঁর পাল্টা সেই রাজ্যের বিজেপির হেভিওয়েট নেত্রী তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা আক্রমনের রাস্তা খুলতে চাইছে কংগ্রেস। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

মুডা কেলেঙ্কারি প্রসঙ্গে সিদ্ধারামাইয়া বলেন, আমার ক্ষেত্রেও নিম্ন আদালতের রায়ে রাজ্যপাল তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন তদন্তকারী সংস্থাগুলিকে। পাশাপাশি রাজ্যের বিরোধী নেতা তথা জেডিএস প্রধান কুমারস্বামীকেও নিশানা করে তিনি বলেন কুমারস্বামী কি ইস্তফা দেবেন? তাঁর বিরুদ্ধেও একাধিক দুর্নীতর মামলা রয়েছে। ওনার আগে ইস্তফা দেওয়া উচিত, তারপর নির্বাচনী বন্ড দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্মলা সীতারমনকেও ইস্তফা দেওয়া উচিত। 

ভয়াবহ অগ্নিকাণ্ড টাটার আইফোন কারখানায়, আতঙ্কে স্থানীয়রা

গত ফেব্রুয়ারীতে লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তখন কোন কোন সংস্থার থেকে কত পরিমান অর্থ সাহায্য পেয়েছে কেন্দ্র তা প্রকাশ করতে এসবিআইকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যা নিয়ে রীতিমতো উত্তাল হয়ে দেশের রাজনীতি। শেষপর্যন্ত টালবাহানার পর তা প্রকাশ্যে এলে বেকায়দায় পড়ে কেন্দ্রের তৎকালীন মোদী সরকার। যার জেরে নির্বাচনেও বড়সড় ধাক্কা খায় গেরুয়া শিবির। আর সেই আর্থিক কেলেঙ্কারির দায় এবার নির্মলার ওপরই চাপিয়ে পাল্টা রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া কংগ্রেস।

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular