Encounter: কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, সেনার গুলিতে খতম জঙ্গিরা

জঙ্গি দমন অভিযানে ফের একবার সাফল্য পেল ভারতীয় সেনা। আজ বৃহস্পতিবার সকালে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় একটি অনুপ্রবেশের ঘটনা বানচাল করে দিল ভারতীয় সেনা। এনকাউন্টারে (Encounter) তাংদার সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের দেখতে পায় সেনা। এরপরই সেনা গুলি চালাতে শুরু করে।

জানা গিয়েছে, সেনার গুলিতে দুই অনুপ্রবেশকারীকে খতম করে। উল্লেখ্য, গত ৫ মে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় এক সেনা শহীদ ও চার সেনা সদস্য আহত হন। তারপর থেকেই জম্মু-সহ উপত্যকার বিভিন্ন এলাকায় সতর্ক হয়ে গিয়েছে সেনা ও পুলিশ কর্মীরা। জায়গায় জায়গায় চলছে তল্লাশি অভিযান। বারামুল্লা আসনে ভোটগ্রহণ হবে ২০ তারিখ। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের ঘটনা বাড়তে শুরু করেছে। তবে তা বানচাল করার চেষ্টাতে কোনও খামতি রাখছে না সেনাবাহিনী।

   

গত ৫ এপ্রিল বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় দুই জঙ্গি। জঙ্গিদের রক্ষা করতে এবং তাদের অনুপ্রবেশ ঢাকতে ভারতীয় সেনাদের ওপরও গুলি চালায় পাক সেনারা।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন