HomeBharat‘জনগণের খেলা এখন রাজনীতির হাতে’, অমিত শাহ ও তাঁর ছেলেকে আক্রমণ রাহুলের

‘জনগণের খেলা এখন রাজনীতির হাতে’, অমিত শাহ ও তাঁর ছেলেকে আক্রমণ রাহুলের

- Advertisement -

বিহারের বাঘালপুরে এক জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ-কে আক্রমণ করে বলেন, তিনি ব্যাট ধরতেও জানেন না, কিন্তু ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ করছেন। রাহুল গান্ধী বলেন, “অমিত শাহের ছেলে ক্রিকেট ব্যাট ধরতে জানে না… তবে সে ক্রিকেটের প্রধান, পুরো ক্রিকেট নিয়ন্ত্রণে রেখেছে।”

রাহুল গান্ধীর এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। তিনি বলেন, যে ব্যক্তি খেলাটি খেলতেও সক্ষম নয়, অথচ সেটির উপর পুরো নিয়ন্ত্রণ রাখছে, সেটি জনগণের কাছে অনেক বড় প্রশ্নের উদ্রেক করছে। তিনি আরও বলেন, এই ধরনের নিয়ন্ত্রণ ক্রিকেটকে স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

   

কেবলমাত্র ক্রিকেট নয়, রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের অন্যান্য নীতিকেও লক্ষ্য করেছেন। তিনি অভিযোগ করেন, জিএসটি (GST) এবং জাতীয় সম্পত্তির প্রাইভেটাইজেশন এর মতো নীতি সাধারণ মানুষকে উপকার করার বদলে শুধু কয়েকটি বড় শিল্পপতি যেমন আদানি এবং আম্বানি-কে সুবিধা দিচ্ছে। তার মতে, কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা এই নীতির কারণে বিপাকে পড়েছেন।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular