Sunday, December 7, 2025
HomeBharatআসাদউদ্দিন ওয়েইসিকে বুলেটপ্রুফ জ্যাকেট নিতে অনুরোধ শাহর

আসাদউদ্দিন ওয়েইসিকে বুলেটপ্রুফ জ্যাকেট নিতে অনুরোধ শাহর

- Advertisement -

অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসির ওপর হামলা নিয়ে এবার সংসদে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

তিনি বলেন, ‘ওয়েইসির প্রতি হুমকির পুনর্বিবেচনা করা হয়েছে এবং একটি বুলেটপ্রুফ গাড়ি এবং জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে। কিন্তু, মৌখিক তথ্য অনুযায়ী, তিনি এটি গ্রহণ করতে অস্বীকার করেছেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তা মেনে নেওয়ার জন্য আমি তাঁকে অনুরোধ করছি।’

   

উল্ল্যেখ, সম্প্রতি ওয়েইসি দাবি করেন, মেরঠের কাছে কিঠৌরে জনসভা সেরে দিল্লি ফিরছিলেন তিনি। সেই সময় ছায়ারসি টোল প্লাজার কাছে দু’জন তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। মোট ৩ রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। তাতে মিম প্রধানের গাড়ির চাকা পাংচার হয়ে যায় বলে দাবি করেছেন তিনি। ঘটনার কিছুক্ষণ পরে অবশ্য অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান তিনি।

এই ঘটনাকে ঘিরে জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular